পুরভোটের প্রচারে এসে ফের উস্কানিমূলক বক্তব্য বিজেপি রাজ্য সভাপতির

জয়ন্ত কর্মকার, হাবরা, উত্তর ২৪ পরগনা

দলের প্রার্থীদের সমর্থনে পুরভোটের প্রচারে উত্তর ২৪ পরগনার হাবরায় এক জনসংযোগ কর্মসূচি সংগঠিত করল বিজেপি। বৃহস্পতিবার এই কর্মসূচিতে যোগ দিয়ে দলীয় কর্মী-সমর্থকদের প্রতি অত্যাচারের প্রতিবাদে সরব হলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি পক্ষান্তরে নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য দলীয় কর্মী-সমর্থকদের উস্কানি দেন। এর আগে এই পুরসভা এলাকায় প্রচারে এসে কর্মীদের হাত গরম করার দাওয়াই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেদিন তিনি বলেন, জেলে গেলে হাত গরম করেই যাবেন। দল জামিনের ব্যবস্থা করবে। এদিনও ফের তেমন ইঙ্গিতই দিলেন তিনি। হাবরা এক নম্বর রেলগেট থেকে এই জনসংযোগ কর্মসূচি শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন সুকান্ত মজুমদার জানান, বিজেপি কর্মীরা কতদিন আর পড়ে পড়ে মার খাবে? দীর্ঘদিন ধরে তাঁদের ওপর অত্যাচার চলছে। তাঁরা আর কতই বা সহ্য করবে? পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা যখন রক্ষা করতে পারছে না, তখন জনগণ নিজেদের রক্ষা করতে নিজেদের হাতে দায়িত্ব তুলে নেবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, অ্যাডমিনিস্ট্রেশন ঠিক নেই। আমরা কেউই সুরক্ষিত নই। এরপর টিএমসি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই গোলাগুলি করবে বলেও উল্লেখ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

অসম-বাংলা সীমানায় ১৩০ কেজি গাঁজা আটক করল পুলিশ

Fri Apr 1 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার অসম-বাংলা সীমানার পাখড়িগুড়িতে নাকা চেকিংয়ে ১৩০ কেজি গাঁজা আটক করল পুলিশ। কুমারগ্রাম থানার অধীন বারোবিশা পুলিশ ফাঁড়ির কর্মীদের তৎপরতায় পাচারের আগেই ধরা পড়ল ১৩০ কেজি গাঁজা। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অসম থেকে বিহারগামী একটি ট্রাককে নাকা পয়েন্টে আটক করে তল্লাশি চালায় পুলিশ। ট্রাক […]

You May Like

Breaking News