জয়ন্ত কর্মকার, হাবরা, উত্তর ২৪ পরগনা
দলের প্রার্থীদের সমর্থনে পুরভোটের প্রচারে উত্তর ২৪ পরগনার হাবরায় এক জনসংযোগ কর্মসূচি সংগঠিত করল বিজেপি। বৃহস্পতিবার এই কর্মসূচিতে যোগ দিয়ে দলীয় কর্মী-সমর্থকদের প্রতি অত্যাচারের প্রতিবাদে সরব হলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি পক্ষান্তরে নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য দলীয় কর্মী-সমর্থকদের উস্কানি দেন। এর আগে এই পুরসভা এলাকায় প্রচারে এসে কর্মীদের হাত গরম করার দাওয়াই দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেদিন তিনি বলেন, জেলে গেলে হাত গরম করেই যাবেন। দল জামিনের ব্যবস্থা করবে। এদিনও ফের তেমন ইঙ্গিতই দিলেন তিনি। হাবরা এক নম্বর রেলগেট থেকে এই জনসংযোগ কর্মসূচি শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এদিন সুকান্ত মজুমদার জানান, বিজেপি কর্মীরা কতদিন আর পড়ে পড়ে মার খাবে? দীর্ঘদিন ধরে তাঁদের ওপর অত্যাচার চলছে। তাঁরা আর কতই বা সহ্য করবে? পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা যখন রক্ষা করতে পারছে না, তখন জনগণ নিজেদের রক্ষা করতে নিজেদের হাতে দায়িত্ব তুলে নেবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, অ্যাডমিনিস্ট্রেশন ঠিক নেই। আমরা কেউই সুরক্ষিত নই। এরপর টিএমসি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেরাই গোলাগুলি করবে বলেও উল্লেখ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।