অসম-বাংলা সীমানায় ১৩০ কেজি গাঁজা আটক করল পুলিশ

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

অসম-বাংলা সীমানার পাখড়িগুড়িতে নাকা চেকিংয়ে ১৩০ কেজি গাঁজা আটক করল পুলিশ। কুমারগ্রাম থানার অধীন বারোবিশা পুলিশ ফাঁড়ির কর্মীদের তৎপরতায় পাচারের আগেই ধরা পড়ল ১৩০ কেজি গাঁজা। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অসম থেকে বিহারগামী একটি ট্রাককে নাকা পয়েন্টে আটক করে তল্লাশি চালায় পুলিশ। ট্রাক থেকে উদ্ধার হয় ১২টি গাঁজার প্যাকেট। ট্রাকের চালক ও সহকারিকে আটক করে পুলিশ ও ট্রাকটিকে বাজেয়াপ্ত করে। চালক ও সহকারির বিরুদ্ধে মাদক পাচারের মামলা দায়ের করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভারতের মতো বৈচিত্র্যময় দেশের জন্য সবচেয়ে উপযুক্ত হল গণতন্ত্র : প্রধান বিচারপতি

Sat Apr 2 , 2022
ওয়েব ডেস্ক : ভারতের মতো বৈচিত্র্যময় দেশের জন্য গণতন্ত্র সবচেয়ে উপযুক্ত বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি এনভি রামানা। শুক্রবার তিনি বলেন, স্বৈরাচারী শাসনের মাধ্যমে দেশের সমৃদ্ধশালী বৈচিত্র্য টিকে থাকতে পারবে না। এদিন সিবিআই-এর প্রতিষ্ঠা দিবসে ১৯তম ডিপি কোহলি স্মারক বক্তৃতা দেন তিনি। ভারতের প্রধান বিচারপতি রামানা বলেন, গণতন্ত্র নিয়ে আমাদের […]

You May Like

Breaking News