সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
অসম-বাংলা সীমানার পাখড়িগুড়িতে নাকা চেকিংয়ে ১৩০ কেজি গাঁজা আটক করল পুলিশ। কুমারগ্রাম থানার অধীন বারোবিশা পুলিশ ফাঁড়ির কর্মীদের তৎপরতায় পাচারের আগেই ধরা পড়ল ১৩০ কেজি গাঁজা। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অসম থেকে বিহারগামী একটি ট্রাককে নাকা পয়েন্টে আটক করে তল্লাশি চালায় পুলিশ। ট্রাক থেকে উদ্ধার হয় ১২টি গাঁজার প্যাকেট। ট্রাকের চালক ও সহকারিকে আটক করে পুলিশ ও ট্রাকটিকে বাজেয়াপ্ত করে। চালক ও সহকারির বিরুদ্ধে মাদক পাচারের মামলা দায়ের করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বারোবিশা পুলিশ ফাঁড়ির ওসি নয়ন দাস।