উদ্ধার হওয়া ক্যাঙ্গারু উত্তরবঙ্গেই রাখার দাবি

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

একমাসেরও কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের বারোবিশা ও গজলডোবা থেকে উদ্ধার হয়েছে ৪টি ক্যাঙ্গারু। গত ১২ মার্চ উদ্ধার হওয়া ক্যাঙ্গারুটিকে এরমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। আর গত ১ এপ্রিল শিলিগুড়ির কাছে পর্যটনকেন্দ্র গজলডোবা ও ফারাবাড়ি থেকে আরও ৪টি ক্যাঙ্গারু উদ্ধার হয়। ৪টির মধ্যে একটি ক্যাঙ্গারুর মৃত্যু ঘটে। উদ্ধার করা ক্যাঙারুগুলিকে রাখা হয়েছে শিলিগুড়ির সাফারি পার্কে। সেখানেই এগুলির চিকিৎসা চলছে। বন দফতর ও পুলিশের অনুমান, পাচারের জন্য ক্যাঙ্গারুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু রাস্তায় নাকা চেকিং দেখে ভিনদেশী এই পশুগুলোকে রাস্তায় নামিয়ে দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। উদ্ধার করা ৩টি ক্যাঙ্গারুকে আলিপুর চিড়িয়াখানায় না পাঠিয়ে উত্তরবঙ্গ সাফারি পার্কেই রেখে দেওয়ার দাবি উঠেছে। অষ্ট্রেলিয়ার এই প্রাণীগুলোকে সাফারি পার্কে রাখলে তা পর্যটকদের আকৃষ্ট করবে বলে দাবি। কিন্তু এই সাফারি পার্কে বিদেশী পশু রাখার অনুমতি নেই। সাফারি পার্কের অধিকর্তা দাওয়া সংমু জানান, সেন্ট্রাল জু অথরিটির অনুমতি পাওয়া গেলে ক্যাঙ্গারুগুলোকে সাফারি পার্কে রাখা যাবে।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পটাশ সারের আকালে সঙ্কটে উত্তরের চা বাগান

Tue Apr 5 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার চা গাছের জন্য রাসায়নিক সার পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চা গাছের স্বাস্থ্য বজায় রাখতে ও চা গাছের উৎপাদন ক্ষমতা বাড়াতে পটাশের জুড়ি মেলা ভার। উত্তরবঙ্গের বাজারে গুরুত্বপূর্ণ এই পটাশ সারের আকাল দেখা দিয়েছে। ফলে চা বাগানগুলি পড়েছে সঙ্কটে। এখন বাজারে পটাশ সার ৪০ হাজার টাকা প্রতি মেট্রিক […]

You May Like

Breaking News