কাজের নিরাপত্তার দাবিতে ডিএমকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ নার্সদের

ওয়েব ডেস্ক : স্থায়ী নিয়োগের দাবিতে চেন্নাই শহরে ডিএমকের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখালেন নার্সরা। সোমবার শহরের তামিল মুন্নেত্রা কাঝাগাম (ডিএমকে)-এর প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাই ও করুনানিধি স্মারকে জমায়েত হয়ে নার্সরা চাকরির নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান। ২০২০ সালে করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের দাপটের সময়ে মেডিক্যাল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রায় ৩,২৯০ জন নার্সকে নিয়োগ করে তামিলনাড়ু সরকার। প্রতিশ্রুতি দেওয়ার পরও এই নার্সদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়। বিশেষ দরকারের ভিত্তিতে বা অ্যাড-হক ভিত্তিতে প্রতি ৬ মাস অন্তর এই নার্সদের চুক্তির মেয়াদ বাড়ায় সরকার। এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকার প্রতিশ্রুতি দেয় যে, ২,৪৭২ জন নার্সকে নিযুক্ত করা হবে। কিন্তু এরমধ্যে মাত্র ৮১৮ জনকে দরকার অনুযায়ী নেওয়া হয়। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে গত ৩১ মার্চ এই ৮১৮ জনকে বসিয়ে দেয় সরকার। এদিন সরকারের মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে ও তাঁদের কাজে ফেরানোর দাবিতে ৩,২৯০ জনের বেশি নার্স বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী নার্সদের কয়েকজনকে আটক করে পুলিশ।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

উদ্ধার হওয়া ক্যাঙ্গারু উত্তরবঙ্গেই রাখার দাবি

Tue Apr 5 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার একমাসেরও কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের বারোবিশা ও গজলডোবা থেকে উদ্ধার হয়েছে ৪টি ক্যাঙ্গারু। গত ১২ মার্চ উদ্ধার হওয়া ক্যাঙ্গারুটিকে এরমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানায়। আর গত ১ এপ্রিল শিলিগুড়ির কাছে পর্যটনকেন্দ্র গজলডোবা ও ফারাবাড়ি থেকে আরও ৪টি ক্যাঙ্গারু উদ্ধার হয়। ৪টির মধ্যে একটি ক্যাঙ্গারুর মৃত্যু […]

You May Like

Breaking News