পটাশ সারের আকালে সঙ্কটে উত্তরের চা বাগান

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

চা গাছের জন্য রাসায়নিক সার পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চা গাছের স্বাস্থ্য বজায় রাখতে ও চা গাছের উৎপাদন ক্ষমতা বাড়াতে পটাশের জুড়ি মেলা ভার। উত্তরবঙ্গের বাজারে গুরুত্বপূর্ণ এই পটাশ সারের আকাল দেখা দিয়েছে। ফলে চা বাগানগুলি পড়েছে সঙ্কটে। এখন বাজারে পটাশ সার ৪০ হাজার টাকা প্রতি মেট্রিক টন দরে বিক্রি হলেও তা অমিল। উত্তরবঙ্গে ৩০০ এরও বেশী চা বাগান আছে। পটাশ সারের আকালে চিন্তিত চা বাগান কর্তৃপক্ষ। চা বাগান কর্তৃপক্ষ জানান, এখন চা বাগানে চলছে ফার্স্ট ফ্লাশের চা পাতা তোলা। পাতা তোলার পর গাছে পটাশ সার প্রয়োগ করতে হবে। তার উপর চৈতালি বৃষ্টি হয়েছে। ফার্স্ট ফ্লাশের পর বৃষ্টিতে পটাশ সার প্রয়োগ করলে সেকেন্ড ফ্লাশের উৎপাদন বাড়বে। পটাশ সারের আকালে তা প্রয়োগ করা যাচ্ছে না। ফলে সেকেন্ড ফ্লাশের উৎপাদন মার খাবে বলেই চা বাগানীদের আশঙ্কা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মার্কিন আধিপত্যের বিরোধিতা করছে চিন, আর অনুগত হয়ে উঠেছে ভারত : ইয়েচুরি

Wed Apr 6 , 2022
ওয়েব ডেস্ক : যখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরোধিতা করছে চিন, ঠিক তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত করে তুলছে। বুধবার একথা বলেছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সবাদী)-র বা সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ […]

You May Like

Breaking News