রাস্তা সংস্কার কাজের শুভ সূচনা করলেন জেলা সভাধিপতি

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার,

কুমারগ্রাম ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার হেমাগুড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে সাহেবপাড়া পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার রাস্তা সংস্কারে উদ্যোগ নিল জেলা প্রশাসন। শুক্রবার এই কাজের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। তিনি জানান, এলাকার মানুষ রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছিলেন। তাদের দাবি মেনে এদিন রাস্তাটির সংস্কার কাজের উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলাপরিষদ। এদিন এই কাজের শুভ সূচনা করা হলো। রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য তহবিল থেকে আর্থিক সহায়তা পেয়েছে জেলাপরিষদ। আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩১ লাখ ১৩ হাজার টাকা। রাস্তাটি সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় মানুষ।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পানবাড়িতে আদিবাসীদের বর্ষবরণ শাহরুল পুজো ও গণবিবাহের আসর

Sun Apr 17 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি গ্রামে অনুষ্ঠিত হল আদিবাসী সমাজের শাহরুল পুজো ও গণবিবাহের অনুষ্ঠান। শাহরুল পুজো মুলত আদিবাসী সমাজের বর্ষবরণ উপলক্ষে প্রকৃতির আরাধনা। মাদল ধামসা ঢাক নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মন্দিরের সামনে নাচ-গানের মাধ্যমে বর্ষবরণ করেন। নাচে গানে আনন্দে মেতে ওঠেন। শাহরুল […]

You May Like

Breaking News