সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি গ্রামে অনুষ্ঠিত হল আদিবাসী সমাজের শাহরুল পুজো ও গণবিবাহের অনুষ্ঠান। শাহরুল পুজো মুলত আদিবাসী সমাজের বর্ষবরণ উপলক্ষে প্রকৃতির আরাধনা। মাদল ধামসা ঢাক নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মন্দিরের সামনে নাচ-গানের মাধ্যমে বর্ষবরণ করেন। নাচে গানে আনন্দে মেতে ওঠেন। শাহরুল পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই গণবিবাহের আসর। উদ্যোক্তারা জানান, এদিন এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া আদিবাসী ৩০ জোড়া ছেলেমেয়ের বিয়ে দেওয়া হয়। উদ্যোক্তারাই চাঁদা তুলে বর-কনের সাজপোশাক-সহ এই আয়োজন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের আদিবাসী সেলের রাজ্য কমিটির সম্পাদক লিয়স কুজুর, আলিপুরদুয়ার জেলাপরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ দেবজিত সরকার প্রমুখ।