অসহায় ক্ষুধার্তের জন্য খুশির ঝুড়ি কেওটশা’য়

ওয়েব ডেস্ক : অসহায় ক্ষুধার্তের জন্য খুশির ঝুড়ি দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার কেওটশায়। কেওটশা বাজারে বিদ্যুৎ দফতরের উল্টো দিকে একটি চায়ের দোকানের সামনে লাইটপোস্টে অভিনব এক পোস্টার লাগানো রয়েছে। ওই পোস্টারে ‘খুশির ঝুড়ি’ শিরোনামে লেখা রয়েছে, ‘অসহায় ক্ষুধার্ত মানুষের জন্য খুশির ঝুড়ি। অসহায় ক্ষুধার্ত মানুষ এই ঝুড়ি থেকে খাবার নিতে পারবেন। আপনি চাইলে এই দোকান থেকে খাবার কিনে ঝুড়িতে রাখতে পারেন। স্থান : কেওটশা বাজার, উত্তর ২৪ পরগনা।’ শুক্রবার দুপুরে চায়ের দোকানের মালিককে পাওয়া যায়নি। তখন দোকানে রয়েছে একটি ছোট্ট মেয়ে। সে এই পোস্টার সম্পর্কে কিছু বলতে পারেনি। এদিন তখন পর্যন্ত খুশির ঝুড়িতে জমেছে ৩ প্যাকেট বিস্কুট। কিন্তু কিছু কিনে খুশির ঝুড়িতে রাখলে তার সঠিক ব্যবহার হচ্ছে কিনা বা ক্ষুধার্ত মানুষ চাইলেই এই খুশির ঝুড়ি থেকে খাবার নিতে পারেন কিনা তাও জানা যায়নি। উদ্যোগ মহৎ হলেও কতটা কার্যকর সে নিয়ে সংশয় থাকলেও খুশির ঝুড়ি বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বাড়ছে গরম, পাল্লা দিয়ে বাড়ছে জলসঙ্কটও

Thu Apr 28 , 2022
সৈকত মিস্ত্রী গরম বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জল সঙ্কট। আর এই জলসঙ্কটে জেরবার জল- জঙ্গল পরিবেষ্টিত সুন্দরবন। দীর্ঘ সময় ধরে চলতে থাকা তাপপ্রবাহে এরমধ্যেই জলস্তর নেমে গেছে। এই তলানিতে পৌঁছে যাওয়া জলস্তরের কারণে পানীয় জলের আকাল দেখা দিয়েছে গোটা দ্বীপ জুড়ে। হিঙ্গলগঞ্জ দক্ষিণ ব্লকের অন্তর্গত হেমনগর সংলগ্ন শিবনগর […]

You May Like

Breaking News