শীর্ষ পুলিশকর্তা সিদ্ধনাথ গুপ্তার হাবরা এসডিপিও অফিস পরিদর্শন

ওয়েব ডেস্ক : উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর নৈহাটি রোডে মহকুমা পুলিশ আধিকারিক বা সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডপিও)-এর অফিস পরিদর্শনে এলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধনাথ গুপ্তা। তাঁর সঙ্গে ছিলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় ও অতিরিক্ত পুলিশ সুপার। ২০২১ সালে গোবরডাঙ্গা, হাবরা, অশোকনগর ও আমডাঙ্গা থানাকে নিয়ে রাজ্য সরকার তৈরি করে হাবরা পুলিশ মহকুমা। হাবরা পুলিশ মহকুমার জন্য এসডিপিও ও তাঁর দফতরও তৈরি করা হয়। অশোকনগর থানার বাদামতলা এলাকায় এসডিপিও হাবরার দফতর তৈরি করে পুলিশ-প্রশাসন। এখন এসডিপিও হাবরার দায়িত্বে রয়েছেন রোহিত শেখ। বুধবার এসডিপিও অফিস পরিদর্শনের পর বারাসাত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি জানান, পশ্চিমবঙ্গ সরকারের যেসব কর্মযজ্ঞ চলছে সেগুলিকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা মানুষের কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছি। সেই কারণে রুটিন মাফিক এদিন এই পরিদর্শন। এছাড়াও, পথদুর্ঘটনা কমাতে পুলিশ সচেষ্ট বলেও জানান পুলিশ সুপার। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। সেই মতো বড়ো জেলার পুলিশ বিভাগকে ভেঙে একাধিক পুলিশ জেলা ও তার অধীনে কয়েকটি থানাকে নিয়ে তৈরি করা হয়েছে পুলিশ মহকুমা। সেভাবেই তৈরি হয়েছে হাবরা পুলিশ মহকুমা। আর তার দায়িত্বে রয়েছেন একজন সাব ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও)।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ক্যারাটে প্রশিক্ষণে মেয়েদের আগ্রহ বেশি, জানালেন প্রশিক্ষক মনোতোষ কর

Sat Apr 30 , 2022
ওয়েব ডেস্ক : ক্যারাটে প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের আগ্রহ বেশি। গত মঙ্গলবার একথা জানান শিবা সোতোকান ক্যারাটে ডু ইন্ডিয়া চিফ মনোতোষ কর। ওইদিন সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার অশোকনগর ৮ নং স্কিমে অশোকনগর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, শিবা সোতোকান ক্যারাটে ডু ইন্ডিয়ার বয়স ৩৭ বছরেরও বেশি। […]

You May Like

Breaking News