ক্যারাটে প্রশিক্ষণে মেয়েদের আগ্রহ বেশি, জানালেন প্রশিক্ষক মনোতোষ কর

ওয়েব ডেস্ক : ক্যারাটে প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েদের আগ্রহ বেশি। গত মঙ্গলবার একথা জানান শিবা সোতোকান ক্যারাটে ডু ইন্ডিয়া চিফ মনোতোষ কর। ওইদিন সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার অশোকনগর ৮ নং স্কিমে অশোকনগর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, শিবা সোতোকান ক্যারাটে ডু ইন্ডিয়ার বয়স ৩৭ বছরেরও বেশি। এখন ২০০-র বেশি শিক্ষার্থী এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে ৬০ শতাংশই হল মহিলা। সম্প্রতি শিবা সোতোকান ক্যারাটে ডু ইন্ডিয়ার শিক্ষার্থী পৃথা মল্লিক রাজ্যস্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক ও ৬ জন ব্রোঞ্জ পদক অর্জন করেছে। স্বর্ণপদক প্রাপ্ত পৃথা মল্লিক ও ব্রোঞ্জ পদক প্রাপ্ত রিক্তিকা পাল চতুর্থ শ্রেণির ছাত্রী। সংগঠনের তরফ থেকে এদিন বর্তমান সময়ের প্রেক্ষিতে ক্যারাটে শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরা হয়। এই সাংবাদিক সম্মেলনে অল ইন্ডিয়া চিফ মনোতোষ করের সঙ্গে ছিলেন তাঁর সেক্রেটারি বিশ্বরুপ বিশ্বাস। তাঁরা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে নারীদের আত্মরক্ষায় ও সামাজিক মর্যাদা রক্ষায় এবং সুস্থ জীবনযাপনে ক্যারাটে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। সবশেষে সংগঠনের শিক্ষার্থীরা ক্যারাটে প্রদর্শন করেন। এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন স্থানীয় ও জাতীয়স্তরের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

পরোক্ষে নিশানায় কেন্দ্র, লক্ষ্মণরেখা পার না হওয়ার পরামর্শ প্রধান বিচারপতির

Sat Apr 30 , 2022
ওয়েব ডেস্ক : কেন্দ্রকে পরোক্ষে নিশানায় রাখলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও হাই কোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই শাসন, আইন ও বিচার বিভাগকে ক্ষমতার ‘লক্ষ্মণরেখা’ মেনে চলার পরামর্শ দিলেন তিনি। বিচারবিভাগে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধেও সরব হন প্রধান বিচারপতি। […]

You May Like

Breaking News