ন্যূনতম মজুরির দাবিসহ অন্যান্য দাবিতে কোহিনুর চা বাগানে গেট মিটিং সিটুর

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

চা শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের কোহিনুর চা বাগানে গেট মিটিং করল সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু। শনিবার এই গেট মিটিংয়ে তাঁর বক্তব্যের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেন সিটুর মহিলা নেত্রী কৃষ্ণা মাহালি। তিনি জানান, জানান চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চুক্তি বাস্তবায়ন, চা বাগান এলাকায় বসবাসকারী সবাইকে জমির পাট্টা প্রদান, বকেয়া গ্রাচুইটি প্রদান, শ্রমিক বিরোধী কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমআইন বাতিল করা, অবসরের বয়স ৬০ বছর করা, খাদ্য সুরক্ষা আইন মেনে পরিবারপিছু মাসিক ৩৫ কেজি খাদ্য সরবরাহ করা সহ বিভিন্ন দাবিতে তাঁরা গেট মিটিং করেন।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নাগরাকাটায় চা বাগানে শারহুল উৎসব ও গণ বিবাহের আসর

Mon May 2 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ারশারহুল মহা উৎসব ও গণবিবাহের আসর অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার নাগরাকাটা চা বাগানে। আয়োজক রাজিপাড়া ভারত সংঘ। সোমবার এই মহতী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বরাইক, আলিপুরদুয়ার জেলার আদিবাসী নেতা ও বিশিষ্ট সমাজসেবী লিয়স কুজুর-সহ এলাকার বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানান, এদিন […]

You May Like

Breaking News