নাগরাকাটায় চা বাগানে শারহুল উৎসব ও গণ বিবাহের আসর

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ারশারহুল মহা উৎসব ও গণবিবাহের আসর অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার নাগরাকাটা চা বাগানে। আয়োজক রাজিপাড়া ভারত সংঘ। সোমবার এই মহতী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বুলু চিক বরাইক, আলিপুরদুয়ার জেলার আদিবাসী নেতা ও বিশিষ্ট সমাজসেবী লিয়স কুজুর-সহ এলাকার বিশিষ্টজনেরা। উদ্যোক্তারা জানান, এদিন এই উৎসবে এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ৩৬ জোড়া বর-কনের বিয়ে দেওয়া হয়। বিয়ের পর উপস্থিত সবাইকে পাত পেড়ে খাওয়ানো হয়।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ঈদ উপলক্ষে বস্ত্রদান দুর্গোৎসব কমিটির

Tue May 3 , 2022
সুজিত দাস, অশোকনগর পবিত্র ঈদ উপলক্ষে ঈদ মুবারক জানিয়ে দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিল উত্তর ২৪ পরগনার অশোকনগর ৪-এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি (এপিএ)। সোমবার বিকেলে অশোকনগর এপিএ ক্লাব ময়দানে এই বস্ত্রদান কর্মসূচির সূচনা করেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। এদিন ৭৫ জন দুস্থ মানুষের হাতে বস্ত্র ও […]

You May Like

Breaking News