সুজিত দাস, অশোকনগর
পবিত্র ঈদ উপলক্ষে ঈদ মুবারক জানিয়ে দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দিল উত্তর ২৪ পরগনার অশোকনগর ৪-এর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি (এপিএ)। সোমবার বিকেলে অশোকনগর এপিএ ক্লাব ময়দানে এই বস্ত্রদান কর্মসূচির সূচনা করেন অশোকনগর কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার। এদিন ৭৫ জন দুস্থ মানুষের হাতে বস্ত্র ও মিষ্টি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্পা চক্রবর্তী ও এপিএ ক্লাবের সদস্যরা। এদিন প্রবোধ সরকার বলেন, অশোকনগরে কোনও দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এমন উদ্যোগ এই প্রথম। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অভিনব এই উদ্যোগ। সব ক্লাব এই ধরনের উদ্যোগ নিলে ভেদাভেদ আর থাকবে না। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সঙ্গম ক্যালচারাল একাডেমী , উপাসনা ডান্স গ্রুপ, শিবম্ নৃত্যালয়ের কলাকুশলীরা। একক সঙ্গীত পরিবেশন করেন চন্দনা বিশ্বাস, তনয়া বসু, সিমলী পাল, সুমিতা সিংহ রায়, রাজ জ্যোতি ব্যানার্জী, সৌরভ সরকার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন নন্দিনী পাল।
ছবি : সুজিত দাস