সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
অনুর্ধ ১৭ বাংলা মহিলা ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছেন আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বনচুকামারি গ্রামের দরিদ্র আদিবাসী পরিবারের মেয়ে আশা খড়িয়া, দীপিকা ওঁরাও ও পুষ্পিতা ওঁরাও। মঙ্গলবার এলাকার এই ৩ কন্যাকে সংবর্ধনা দিল তৃণমুল যুব কংগ্রেসের বনচুকামারি অঞ্চল কমিটি। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মতিলাল কুজুরের উদ্যোগে ও বনচুকামারি অঞ্চল তৃণমুল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় এদিন আয়োজিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। হাজির ছিলেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, মতিলাল কুজুর প্রমুখ। মতিলাল কুজুর জানান, আদিবাসী পরিবারের এই ৩ জন কন্যা বাংলা মহিলা ফুটবল দলে সুযোগ পেয়ে জেলার মুখ উজ্জ্বল করেছে। তাঁদের উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।