কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অশোকনগর গোলমাঠে

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রবিবার নিজের ওয়ার্ডে পরিবেশ সচেতনতামূলক নানা পদক্ষেপ নিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরপ্রধান পরিষদ সদস্য কৃষ্ণা চক্রবর্তী। এদিন সকালে তাঁর উদ্যোগে প্লাস্টিক বর্জন, যেখানে সেখানে নোংরা আবর্জনা না ফেলার আহবান জানিয়ে একটি মিছিল হয়। ওই মিছিলে পা মেলান তৃণমূল কর্মী-সমর্থকরাসহ ওয়ার্ডের বেশকিছু নাগরিক। এছাড়া বিকেলে ৮ নম্বর স্কিম গোলমাঠ প্রাঙ্গনে বিভিন্ন রকমের পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ করা হয়। এদিন এই পরিবেশ দিবস উদযাপনে হাজির ছিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১০, ১৪, ১৮ ও ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা-সহ এলাকার বিশিষ্ট পরিবেশকর্মী বঙ্কিম চক্রবর্তী। এদিন কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘একটাই পৃথিবী, এই পৃথিবী সবার বাসযোগ্য হোক। অক্সিজেন থাকুক। পৃথিবী সবুজ থাকুক। গাছ কাটবেন না। গাছ লাগান। গাছ মানুষের প্রাণ।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

প্রয়াত গাইঘাটার তৃণমূল নেতা ধ্যানেশ নারায়ণ গুহ

Mon Jun 6 , 2022
প্রভাস বিশ্বাস, গাইঘাটা না ফেরার দেশে চলে গেলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ ( ৬২ )। প্রয়াত এই নেতাকে শেষবার দেখার জন্য তাঁর বাড়িতে মানুষের ঢল নেমেছে। দীর্ঘদিন তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। ভেলোরে চিকিৎসাও হয় তাঁর। হঠাৎ মাস চারেক আগে সেরিব্রাল অ্যাটাক হয়। […]

You May Like

Breaking News