সিকিমকে বিশ্বের প্রথম জৈব রাজ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডন’

ওয়েব ডেস্ক : ১০০ শতাংশ জৈব নীতি প্রয়োগে বিশ্বের প্রথম রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সিকিম। এই নীতি নিয়ে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছেড়ে দেওয়ায় বড়োসড়ো বদল ঘটেছে সিকিমে। আর এই বদলের ফলে রাজ্যের ৬৬,০০০ এরও বেশি কৃষক পরিবার উপকৃত হয়েছে। সিকিম রাজ্য প্রশাসন ও জনগণের নিরলস প্রচেষ্টাকে সম্মান জানিয়েছে ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডন’। সম্প্রতি গ্যাংটকে এক অনুষ্ঠানে ‘ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডন’ সিকিমকে ‘বিশ্বের প্রথম জৈব রাজ্য’ হিসাবে স্বীকৃত দিয়েছে। ওই অনুষ্ঠানে ‘বিশ্বের প্রথম জৈব রাজ্য’ ও ‘অপরাধ মুক্ত রাজ্য’ হিসেবে সুশাসনের শংসাপত্র পেয়েছেন সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ। অন্যদিকে, এই সাফল্যের জন্য রাজ্যপাল গঙ্গা প্রসাদ ও রাজ্যকে অভিনন্দন জানিয়েছেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস-এর চেয়ারম্যান ড. দিবাকর সুকুল ও ব্রিটিশ পার্লামেন্টের সাংসদ বীরেন্দ্র শর্মা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ফ্রি টিকিটে ফুল স্টেডিয়ামে এশিয়া কাপ কোয়ালিফায়ার্স, সহযোগিতায় রাজ্য সরকার

Sun Jun 5 , 2022
ওয়েব ডেস্ক : করোনার চোখ রাঙানি পেরিয়ে ৩ বছর পর জাতীয় ফুটবল টিম খেলবে কলকাতায়। এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সুনীল ছেত্রীদের স্কিল দেখতে মুখিয়ে রয়েছে কলকাতা। এই অবস্থায় টিকিটের বন্দোবস্ত নিয়ে চিন্তার কালো মেঘ ঘনীভূত হচ্ছিল ফুটবল প্রেমীদের মনে। কিন্তু আইএফএ-র ঘোষণায় সেই মেঘ কাটল। জানাল, সুষ্ঠু ভাবে […]

You May Like

Breaking News