সন্দীপ পাঠক, কলকাতা
সুপরিচিত কবি ও ইউটিউব শিল্পী রোদ্দুর রায়ের গ্রেফতারকে শিল্পীর স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের ওপর আক্রমণ বলে পরিষ্কার জানাল নাগরিক অধিকার সংগঠন এপিডিআর। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর বলেন, ‘আমরা কলকাতা পুলিশ কর্তৃক রোদ্দুর রায়ের গ্রেফতারকে দ্ব্যর্থহীন ভাবে নিন্দা জানাচ্ছি।’ শিল্পীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘রোদ্দুর রায়ের মত প্রকাশের ভাষা নিয়ে কারও আপত্তি থাকতেই পারে। সেজন্য কেউ তাঁকে উপযুক্ত ফোরামে সমালোচনাও করতে পারেন। কিন্তু পুলিশ দিয়ে, জেলে ঢুকিয়ে কারও কন্ঠ রূদ্ধ করা বা তাঁর ভাষা বা প্রকাশ ভঙ্গি বদলানোর এই রাস্ট্রীয় চেষ্টা মোটেই গ্রহণযোগ্য নয়। যাঁরা তাকে গ্রহণযোগ্য মনে করছেন না, বিকল্প ভাষা বা শৈলি দিয়ে তাঁদের তাঁকে মোকাবিলা করার চেষ্টা করা উচিত। পুলিশের কাছে নালিশ করে, জেলে পাঠিয়ে কবি-শিল্পীকে বা শিল্পের কোনও ধারাকে আটকানোর চেষ্টা ফ্যাসিবাদি পথ, যা মোটেই গ্রহণযোগ্য নয়। রোদ্দুর রায়ের গ্রেফতার সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। অবিলম্বে রোদ্দুর রায়কে মুক্তি দেওয়া হোক।’
প্রসঙ্গত, এদিন রোদ্দুর রায়কে গোয়া থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, তাঁকে গোয়া থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে। সম্প্রতি গায়ক রূপঙ্কর ও অকালপ্রয়াত গায়ক কেকে-কে নিয়ে রোদ্দুর রায় একটি ফেসবুক লাইভ করেন। অভিযোগ, সেখানে রূপঙ্করের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন তিনি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্যের পুলিশ-প্রশাসনকে নিয়েও কটুক্তি করেন রোদ্দুর রায়। গত শনিবার এই লাইভ নিয়েই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।