আবু আলী, ঢাকা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১১-২০তম গ্রেডের কর্মচারীদের ‘ফাউন্ডেশন ট্রেনিং ফর দ্যা ইমপ্লোই’ শীর্ষক কর্মশালা শুরু হলো। মঙ্গলবার সকাল ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-২-এ তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনিই ছিলেন এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) বিজন কুমার। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রভাষক ড. মোহাম্মদ তানভীর আহমেদ, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম ও পল্লী উন্নয়ন এ্যাকাডেমি বগুড়া অঞ্চলের পরিচালক ড. মোঃ নুরুল আমিন।