উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অর্জন করল কোচবিহার জেলার দিনহাটা সোনী দেবী জৈন হাই স্কুলের ছাত্রী অদিশা দেবশর্মা। অদিশার এই সাফল্যে খুশির হাওয়া জেলা জুড়ে। তাঁর প্রাপ্ত নাম্বার ৪৯৮।
বিস্তারিত পরে আসছে…
ওয়েব ডেস্ক : আইএফএ বা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জয়দীপ মুখার্জি। যদিও, তাঁর পদত্যাগের সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি বলে খবর। তবে, পদত্যাগের বিষয়ে অনমনীয় জয়দীপ বাবু সাফ জানাচ্ছেন, তিনি আর পদ আগলে থাকতে চান না। কিন্তু পদ না থাকলেও, তিনি যে সব সময়েই বাংলার ফুটবলের পাশে […]