ওয়েব ডেস্ক : গাঙ্গেয়বার্তা পাক্ষিক সংবাদপত্র ও সাংবাদিক বন্ধুদের উদ্যোগে প্রয়াত সাংবাদিক অলোক মিত্রর স্মরণ সভা হবে জুলাইয়ের প্রথম রবিবার। আগামী ৩ জুলাই বিকেল ৪টায় বারাসাত জেলা পরিষদ ভবনের কাছে গাঙ্গেয়বার্তা দফতরে প্রয়াত সাংবাদিককে স্মরণ করবেন তাঁর সহকর্মীরা ও স্বজন বন্ধুরা। গত ৫ জুন রবিবার মধ্যরাতে প্রয়াত হন প্রবীণ সাংবাদিক অলোক মিত্র। উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসাতের পাইওনিয়ার পার্ক অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি। বারাসাত থেকে প্রকাশিত জেলার অন্যতম পাক্ষিক সংবাদপত্র গাঙ্গেয়বার্তার সাংবাদিক ছিলেন অলোক মিত্র। সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও নিবিড় যোগ ছিল তাঁর। পাড়ার ক্লাব পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সদস্য ছিলেন বারাসাত ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের। এছাড়াও বারাসাত কাঙাল হরিনাথ লিটল ম্যাগাজিন লাইব্রেরির সদস্য ছিলেন। পাশাপাশি, তিনি যুক্ত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা প্রেস ভবনের সঙ্গে। প্রয়াত সাংবাদিক অলোক মিত্র স্মরণে আগামী ৩ জুলাই রবিবার বিকেল ৪টায়
গাঙ্গেয়বার্তা দফতরে আয়োজিত সভায় যোগ দেওয়ার জন্য সহকর্মী ও বন্ধুদের প্রতি আবেদন জানিয়েছেন উদ্যোগী সাংবাদিক বন্ধুরা।