জনপ্রিয় সমাজকর্মী, আইনজীবী বিশ্বরূপ গুহঠাকুরতার জীবনাবসান

বিষ্ণু সরকার, হাবরা

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পুরসভা এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী আইনজীবী তথা বাম আন্দোলনের সক্রিয় কর্মী বিশ্বরূপ গুহঠাকুরতার জীবনাবসান হয়েছে। আজ শনিবার ভোরে দক্ষিণ হাবড়ার নিজবাসভনে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৯৩ সালে তিনি হাবড়া পুরসভার দক্ষিণ হাবড়া-কৈপুকুর এলাকা থেকে বাম প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। অকৃতদার বিশ্বরূপ আমৃত্যু সামাজিক কাজে যুক্ত ছিলেন। বিশুদা নামে সুপরিচিত ও জনপ্রিয় ছিলেন তিনি। নামমাত্র খরচে সাধারণ মানুষকে আইনি সহায়তা করতেন। যে কারণে এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল প্রবল। শুধু তাই নয়, জেলার বিভিন্ন ক্ষুদ্র সংবাদপত্র ও লিটল ম্যাগাজিনের তিনি ছিলেন প্রকৃত বন্ধু। বিভিন্ন ভাবে পত্রিকাগুলিকে তিনি সাহায্য করতেন। বিশ্বরূপ গুহঠাকুরতার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ইমামি-ইস্টবেঙ্গল জুটি, চিন্তা বাড়ছে

Sun Jun 19 , 2022
ওয়েব ডেস্ক : শ্রীসিমেন্টস সরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইমামির সঙ্গে চুক্তি হতে চলেছে ইস্টবেঙ্গলের। কিন্তু তাতেও নয়া জট পাকিয়েছে। সূত্রের খবর, মরসুম আসন্ন হলেও, ইমামির তরফে কোনও চুক্তিপত্রই ক্লাব তাঁবুতে এসে পৌঁছোয়নি। ফলে, চুক্তিপত্র আদৌ কবে আসবে সে বিষয়েও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে, ময়দানে জোর গুঞ্জন, […]

You May Like

Breaking News