বিষ্ণু সরকার, হাবরা
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা পুরসভা এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজকর্মী আইনজীবী তথা বাম আন্দোলনের সক্রিয় কর্মী বিশ্বরূপ গুহঠাকুরতার জীবনাবসান হয়েছে। আজ শনিবার ভোরে দক্ষিণ হাবড়ার নিজবাসভনে তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৯৩ সালে তিনি হাবড়া পুরসভার দক্ষিণ হাবড়া-কৈপুকুর এলাকা থেকে বাম প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন। অকৃতদার বিশ্বরূপ আমৃত্যু সামাজিক কাজে যুক্ত ছিলেন। বিশুদা নামে সুপরিচিত ও জনপ্রিয় ছিলেন তিনি। নামমাত্র খরচে সাধারণ মানুষকে আইনি সহায়তা করতেন। যে কারণে এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল প্রবল। শুধু তাই নয়, জেলার বিভিন্ন ক্ষুদ্র সংবাদপত্র ও লিটল ম্যাগাজিনের তিনি ছিলেন প্রকৃত বন্ধু। বিভিন্ন ভাবে পত্রিকাগুলিকে তিনি সাহায্য করতেন। বিশ্বরূপ গুহঠাকুরতার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।