সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি, ইএলপি রেশন ব্যবস্থাকে সরকারি ঘোষণা মতো কার্যকর করা ও সঠিক হিসাবে চা শ্রমিকদের বকেয়া বাড়তি বরাদ্দ নিয়ে চালু থাকা ত্রিপাক্ষিক বৈঠককে বানচাল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ৮ তারিখ উত্তরবঙ্গ সফরে এসে চা বাগান মালিকদের আবদারকে মান্যতা দিয়ে একতরফা ভাবে চা শ্রমিকদের মজুরি ১৫ শতাংশ হারে বৃদ্ধির ঘোষণা করেন তিনি। সেই ঘোষণাকে ধিক্কার জানিয়ে চা শ্রমিকরা প্রতিবাদ সভা করল আলিপুরদুয়ার জেলার শ্রীনাথপুর চা বাগানে। সিটু সংগঠনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিকাশ মাহালি জানান, চা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে যখন ত্রিপাক্ষিক বৈঠক চালু রয়েছে, তখন সেই বৈঠকেই দাবিসমুহের সুষ্ঠু সমাধান হওয়া উচিত। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করে ত্রিপাক্ষিক বৈঠকের মূল উদ্দ্যেশ্যকে নস্যাৎ করে দিয়েছেন। তার প্রতিবাদেই এই সভা। তিনি আরও জানান অবিলম্বে ত্রিপাক্ষিক বৈঠক ডেকে চা শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবিসমুহের সুষ্ঠু সমাধান করতে হবে। তা না হলে চা শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বে চা শ্রমিকরা বৃহত্তর আন্দোলন এর জন্য প্রস্তুত আছে।