ওয়েব ডেস্ক : বঙ্গ ফুটবলের নয়া অধ্যায়ের সূচনা করেই নতুন আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়ে দিলেন, তাঁর প্রধান লক্ষ্য কলকাতা লিগ সফল ভাবে আয়োজন করা। আইএফএ সচিব পদে মেয়াদ শেষ হয়েছে জয়দীপ মুখার্জির। তাঁর পরিবর্ত হিসেবে সচিব পদের দায়িত্ব নিয়েছেন জর্জ টেলিগ্রাফের সঙ্গে যুক্ত তথা আইএফএ-র প্রাক্তন কোষাধ্যক্ষ অনির্বাণ দত্ত। আর নতুন দায়িত্বে বসেই বর্তমান সচিব সাফ জানিয়ে দিয়েছেন, পূর্বসূরি জয়দীপ মুখার্জির দেখানো পথেই তিনি এগোতে চান। জয়দীপ বাবু যেরকম সফল ভাবে কাজ চালিয়েছেন, তিনিও একই ভাবে তা করতে চান।
নতুন সচিব জানিয়েছেন, বাংলা ফুটবলকে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার আছে। অক্লান্ত পরিশ্রম করে মাঠগুলোকে খেলার উপযুক্ত করে তোলা হচ্ছে বলে জানান তিনি। তিনি জানান, আসন্ন মরসুমে কলকাতা লিগ হচ্ছেই। তবে, এটিকে মোহনবাগান খেলবে কি না সে নিয়ে ধন্ধ রয়েছে তাঁর। তবে, এটিকে মোহনবাগান না খেললেও, শুধু মোহনবাগান যে কলকাতা লিগ খেলবে সে বিষয়ে প্রায় নিশ্চিত তিনি। ফলে, মোহনবাগানকে নিয়েই কলকাতা লিগ হবে জানিয়ে সব ক্লাবের থেকে সহযোগিতা চেয়েছেন আইএফএ-র নতুন সচিব অনির্বাণ দত্ত।