বুনো হাতির হানায় ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের দামসিবাদ মৌজায় অবস্থিত ৮৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলো বুনো হাতির হানায়। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার গভীর রাতে একটি বুনো হাতি হানা দিয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাকা ঘরের জানালা ভেঙ্গে ফেলে ও পাকা দেওয়াল ফাটিয়ে দেয়। তাঁরা আরও জানান, প্রতি রাতেই এলাকায় বুনো হাতি হানা দিচ্ছে। কখনও একটি, আবার কখনও বুনো হাতির পাল হানা দিচ্ছে। সন্ধ্যা নামলেই এনিয়ে আতঙ্কে থাকেন তাঁরা। তাঁদের অভিযোগ, বন দফতর বুনো হাতির হানাদারি রুখতে তৎপর নয়। স্থানীয়দের অনুমান, জঙ্গলে খাবারের অভাব থাকায় বুনো হাতিদের হানাদারি চলছে। যদিও স্থানীয়দের অভিযোগ উড়িয়ে দিয়েছে বন দফতর। বন দফতরের বক্তব্য, বুনো হাতি রুখতে দফতরের কর্মীরা তৎপর নয়, এমন অভিযোগ ঠিক নয়। প্রতিরাতেই নিয়মিত টহল দিচ্ছেব বনকর্মীরা। কিন্তু বিশাল এলাকায় টহলদারির জন্য যে লোকবল প্রয়োজন, তা বন দফতরের নেই। ক্ষতিগ্রস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি মেরামতের জন্য দরকারি পদক্ষেপ গ্রহণ করবে বন দফতর।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

২ কেজির ইলিশ কল্যাণগড় বাজারে, আড়াই হাজার টাকা কেজি

Wed Jun 22 , 2022
ওয়েব ডেস্ক : ইলিশ মাছ ভালবাসে না এমন বাঙালি খুব কমই আছে। বাজারে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে থাকলেও বাঙালি মাত্রেই ইলিশপ্রেমী। বাঙালি সমাজের সব অংশের চর্চার মধ্যে ইলিশ থাকেই। বর্ষা আসার সঙ্গে সঙ্গে ইলিশের অপেক্ষায় থাকে বাঙালি। বাজারে উঠেছে কিনা, ইলিশ কত দামে বিকোচ্ছে জানতে চায়। স্বচ্ছল বাঙালি দামের দিকে […]

You May Like

Breaking News