২ কেজির ইলিশ কল্যাণগড় বাজারে, আড়াই হাজার টাকা কেজি

ওয়েব ডেস্ক : ইলিশ মাছ ভালবাসে না এমন বাঙালি খুব কমই আছে। বাজারে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে থাকলেও বাঙালি মাত্রেই ইলিশপ্রেমী। বাঙালি সমাজের সব অংশের চর্চার মধ্যে ইলিশ থাকেই। বর্ষা আসার সঙ্গে সঙ্গে ইলিশের অপেক্ষায় থাকে বাঙালি। বাজারে উঠেছে কিনা, ইলিশ কত দামে বিকোচ্ছে জানতে চায়। স্বচ্ছল বাঙালি দামের দিকে তাকায় না। যত দামই হোক ইলিশ নিয়ে বাড়ি ফেরে। যত দিন যাচ্ছে, ততই ইলিশের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু তাতে ইলিশ নিয়ে আগ্রহ কমেনি এতটুকুও। মাছবিক্রেতাদের অনেকেই দামের কারণে ইলিশ তুলতে সাহস পান না। কেউ কেউ তাঁর ইলিশপ্রেম থেকেই দামের দিকে না তাকিয়ে ইলিশ নিয়ে আসেন বাজারে। ঝুঁকি নিয়ে ফেলেন। বাজারে ইলিশ আসায় হইচই শুরু হয়ে যায়। বিক্রিও হয়। বুধবার তেমনই কল্যাণগড়ের এক মাছব্যবসায়ী ২ কেজি ওজনের ৫টি ইলিশ বাজারে এনে সাড়া ফেলে দেন। আড়াই হাজার টাকা কেজি দরে সেই মাছ বিক্রিও হয়ে যায়। এদিন উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর-কল্যাণগড় পুরসভার কল্যাণগড় বাজারে সুজিত দাসদের মাছের দোকানে ইলিশ দেখতে ভিড় করেন বহু মানুষ। জানা গিয়েছে, এরমধ্যেই বিক্রি হয়েছে ৪টি মাছ।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

৭ জনকে জখমের পর বনকর্মীদের জালে চিতাবাঘ

Thu Jun 23 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার জলদাপাড়া সংরক্ষিত বন থেকে বেরিয়ে ৭ জনকে জখম করল একটি চিতাবাঘ। জানা গিয়েছে, গত ৩ দিন আগে চিতাবাঘটি ঢুকে পড়ে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলতোর্সা ঘাটপাড় এলাকায়। গত ৩ দিনে চিতাবাঘটি ৭ জনকে জখম করে বলে খবর। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে […]

You May Like

Breaking News