সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
জলদাপাড়া সংরক্ষিত বন থেকে বেরিয়ে ৭ জনকে জখম করল একটি চিতাবাঘ। জানা গিয়েছে, গত ৩ দিন আগে চিতাবাঘটি ঢুকে পড়ে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলতোর্সা ঘাটপাড় এলাকায়। গত ৩ দিনে চিতাবাঘটি ৭ জনকে জখম করে বলে খবর। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জলদাপাড়া বনকর্মীদের খবর দেন এলাকায় চিতা বাঘ এসেছে। বনকর্মীরা এসে এলাকা ঘুরে জানান, চিতাবাঘ নেই। পরদিন চিতাবাঘটি আবার একজনকে জখম করে। বনকর্মীরা ফের এসে গোটা এলাকাজুড়ে তল্লাশি শুরু করেন। শেষমেষ শালকুমার হাট রাজীব গান্ধি বাজার লাগোয়া এলাকায় এক ব্যক্তির বাগানে একটি গাছের মগডালে চিতাবাঘটকে বসে থাকতে দেখা যায়। বনকর্মীরা গাছের নীচে জাল পেতে চিতাবাঘটিকে নামিয়ে খাঁচাবন্দির চেষ্টা করেন। কিন্তু সফল হননি। অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে সেটিকে কাবু করে নীচে নামিয়ে খাঁচাবন্দি করা হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবজিত দে জানান, ঘুমপাড়ানি গুলিতে কাবু চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানে। চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।