৭ জনকে জখমের পর বনকর্মীদের জালে চিতাবাঘ

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

জলদাপাড়া সংরক্ষিত বন থেকে বেরিয়ে ৭ জনকে জখম করল একটি চিতাবাঘ। জানা গিয়েছে, গত ৩ দিন আগে চিতাবাঘটি ঢুকে পড়ে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পূর্ব কাঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলতোর্সা ঘাটপাড় এলাকায়। গত ৩ দিনে চিতাবাঘটি ৭ জনকে জখম করে বলে খবর। এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জলদাপাড়া বনকর্মীদের খবর দেন এলাকায় চিতা বাঘ এসেছে। বনকর্মীরা এসে এলাকা ঘুরে জানান, চিতাবাঘ নেই। পরদিন চিতাবাঘটি আবার একজনকে জখম করে। বনকর্মীরা ফের এসে গোটা এলাকাজুড়ে তল্লাশি শুরু করেন। শেষমেষ শালকুমার হাট রাজীব গান্ধি বাজার লাগোয়া এলাকায় এক ব্যক্তির বাগানে একটি গাছের মগডালে চিতাবাঘটকে বসে থাকতে দেখা যায়। বনকর্মীরা গাছের নীচে জাল পেতে চিতাবাঘটিকে নামিয়ে খাঁচাবন্দির চেষ্টা করেন। কিন্তু সফল হননি। অবশেষে ঘুমপাড়ানি গুলি ছুড়ে সেটিকে কাবু করে নীচে নামিয়ে খাঁচাবন্দি করা হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও নবজিত দে জানান, ঘুমপাড়ানি গুলিতে কাবু চিতাবাঘটির প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া হয় জলদাপাড়া জাতীয় উদ্যানে। চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ময়দানের বড় ক্লাবকে চমক দিতে অনুশীলন অভিষেকের দল ডিএইচএফসি'র

Fri Jun 24 , 2022
ওয়েব ডেস্ক : আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। এরমধ্যেই সিএফএলের মহড়া শুরু হয়ে গিয়েছে ময়দানে। কমবেশি অনুশীলনে নেমে পড়েছে সব দলই। আর এবার অন্যান্য বড় ক্লাবকে চমক দিতে লড়াইয়ের ময়দানে হাজির তৃণমূল-কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার এফসি (ডিএইচএফসি)। নতুন দল গড়েই কোচ হিসাবে নিযুক্ত […]

You May Like

Breaking News