করোনা আক্রান্ত রোহিত শর্মা, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ঘিরে প্রশ্ন

ওয়েব ডেস্ক : করোনায় আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা ব়্যাট টেস্টে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। এক ট্যুইটে বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, কোভিড রিপোর্ট পজিটিভ আসায় আপাতত আইসোলেশনে রয়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। এদিন তাঁর আরটিপিসিআর টেস্ট হওয়ার কথা। তারপরেই কোভিডের বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফর ঘিরে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। বস্তুত, গত বছর করোনার থাবায় ইংল্যান্ডে শেষ টেস্ট না খেলে ফিরে আসতে হয়েছিল বিরাট কোহলি-ঋষভ পন্থদের। এই অবস্থায় মাত্র এক টেস্ট খেলতে ইংল্যান্ডে গিয়েছে দ্রাবিড় অ্যান্ড কোম্পানি। কিন্তু সেখানেও করোনার থাবা। ফলে, সফরের ভবিষ্যৎ ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ ঘনীভূত হয়েছে।
তবে, এর মধ্যেও আশার আলো দেখাচ্ছে। এই মুহূ্র্তে ইংল্যান্ড সফরে রয়েছে নিউজিল্যান্ড। কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে সহ একাধিক ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল সফরের মাঝপথে। কিন্তু তারপরেও সিরিজ স্থগিত হয়ে যায়নি। বরং এই মুহূর্তে তৃতীয় টেস্ট চলছে। প্রথম দুটো টেস্ট ইংল্যান্ড জিতে এরমধ্যেই সিরিজের দখল নিয়েছে। ফলে, ভারতের ইংল্যান্ড সফরও যে আবার স্থগিত হয়ে যাবে না সে আশা করাই যায়।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নজর কাড়লেন ক্যাপ্টেন পাণ্ডিয়া, আইরিশ বধ ভারতের

Mon Jun 27 , 2022
ওয়েব ডেস্ক : যেমনটা ভাবা গিয়েছিল, বাস্তবে ঘটলও ঠিক তেমনই। প্রথমবার দেশের জার্সি গায়ে ক্যাপ্টেন হিসেবে মাঠে নেমে টিম গেমে জোর দিলেন নতুন ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়া। নিজে শুধু পারফর্ম-ই করলেন না, দলের অন্যান্য সদস্যদের সেরাটা নিয়ে সহজ জয়ও এনে দিলেন। ফলে, ১৬ বল বাকি থাকতেই তুলনায় দুর্বল আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় […]

You May Like

Breaking News