সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের প্রথম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল কামাখ্যাগুড়ি রথখোলা ময়দানে। সোমবার বিকালে মঞ্চের পতাকা উত্তোলন ও বাবাসাহেব ভীম রাও আম্বেদকর, ঠাকুর পঞ্চানন বর্মা ও হরিচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে এই কনভেনশনের সূচনা করেন রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। এরপর সামাজিক ন্যায় মঞ্চের রাজ্য সম্পাদককে সংবর্ধনা জানান আয়োজক কমিটির আহ্বায়ক। পাশাপাশি, কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলের কৃতি ছাত্রী সুমনা বর্মন (উচ্চমাধ্যমিকে ৪৬৮)-সহ আরও কয়েকজন কৃতি পড়ুয়াকে এদিন সংবর্ধিত করেন অলোকেশ দাস। কনভেনশনে কুমারগ্রাম ব্লকের ৭০ জন প্রতিনিধি হাজির ছিলেন। এদিন প্রতিনিধিদের মধ্য থেকে ২৫ জনকে নিয়ে কুমারগ্রাম ব্লক কমিটি গঠিত হয়। সভাপতি, কার্যকরী সভাপতি ও সম্পাদক পদে নির্বাচিত হন যথাক্রমে ধর্মদেব অধিকারী, বিকাশ সরকার ও সুশীল রায়।