সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের কোহিনুর চা বাগানে উঠে গেল শ্রমিকদের ধরনা ও বিক্ষোভ অবস্থান। মালিকপক্ষের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলেন শ্রমিকরা। ডেপুটি শ্রম কমিশনার রাজু দত্ত শ্রমিক বিক্ষোভ প্রশমনে উদ্যোগ গ্রহণ করেন। বুধবার আলিপুরদুয়ার জেলা শাসকের দফতরের কনফারেন্স রুমে এক ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করেন তিনি। ওই বৈঠকে দীর্ঘ আলোচনার পর মালিকপক্ষ লিখিত ভাবে প্রতিশ্রুতি দেন যে, জুলাই মাসের ১০ তারিখের মধ্যে তারা পিএফের টাকা পিএফ ফান্ডে জমা দেবেন। বকেয়া গ্র্যাচুইটির টাকা প্রতি মাসের শেষ সপ্তাহে দিতে শুরু করবেন। এই আশ্বাস পেয়ে শ্রমিকরা তাদের ধরনা ও বিক্ষোভ কর্মসূচি তুলে নেন। সিপিআইএম-এর শ্রমিক সংগঠন সিটু এই আন্দোলনে নেতৃত্ব দেয়। এদিন সিটু’র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিদ্যুৎ গুন বলেন, এই জয় শ্রমিকদের আন্দোলনের জয়। তিনি বলেন, মালিকপক্ষের লিখিত প্রতিশ্রুতি পেয়ে শ্রমিকরা তাদের ধরনা ও বিক্ষোভ কর্মসূচি তুলে নিয়েছে। তবে মালিকপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করলে শ্রমিকরা আরও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন।