ত্রিপাক্ষিক বৈঠকে মালিকপক্ষের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলেন চা শ্রমিকরা

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের কোহিনুর চা বাগানে উঠে গেল শ্রমিকদের ধরনা ও বিক্ষোভ অবস্থান। মালিকপক্ষের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলেন শ্রমিকরা। ডেপুটি শ্রম কমিশনার রাজু দত্ত শ্রমিক বিক্ষোভ প্রশমনে উদ্যোগ গ্রহণ করেন। বুধবার আলিপুরদুয়ার জেলা শাসকের দফতরের কনফারেন্স রুমে এক ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করেন তিনি। ওই বৈঠকে দীর্ঘ আলোচনার পর মালিকপক্ষ লিখিত ভাবে প্রতিশ্রুতি দেন যে, জুলাই মাসের ১০ তারিখের মধ্যে তারা পিএফের টাকা পিএফ ফান্ডে জমা দেবেন। বকেয়া গ্র‍্যাচুইটির টাকা প্রতি মাসের শেষ সপ্তাহে দিতে শুরু করবেন। এই আশ্বাস পেয়ে শ্রমিকরা তাদের ধরনা ও বিক্ষোভ কর্মসূচি তুলে নেন। সিপিআইএম-এর শ্রমিক সংগঠন সিটু এই আন্দোলনে নেতৃত্ব দেয়। এদিন সিটু’র আলিপুরদুয়ার জেলা সভাপতি বিদ্যুৎ গুন বলেন, এই জয় শ্রমিকদের আন্দোলনের জয়। তিনি বলেন, মালিকপক্ষের লিখিত প্রতিশ্রুতি পেয়ে শ্রমিকরা তাদের ধরনা ও বিক্ষোভ কর্মসূচি তুলে নিয়েছে। তবে মালিকপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করলে শ্রমিকরা আরও বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ক্যাপ্টেন হয়েই অগ্নিপরীক্ষার সামনে বুমরাহ, ইংল্যান্ডের বিরুদ্ধে কি ড্র সিরিজ, উঠছে প্রশ্ন

Thu Jun 30 , 2022
ওয়েব ডেস্ক : করোনার কাঁটায় গত বছর ইংল্যান্ড সিরিজের শেষ ম্যাচ না খেলেই ফিরে আসতে হয়েছিল বিরাট কোহলিদের। আর সেই অসমাপ্ত টেস্ট খেলতে আবার ইংল্যান্ডে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এবারও করোনা। তাও আক্রান্ত খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা। এই অবস্থায় টেস্টের আগে প্রায় শেষ মুহূর্তে ক্যাপ্টেন্সিতে বদল। নতুন ক্যাপ্টেন হিসেবে […]

You May Like

Breaking News