ওয়েব ডেস্ক : সাড়ম্বরে পালিত হলো অশোকনগরের প্রাক্তন বিধায়ক ও জননেতা প্রয়াত কেশব চন্দ্র ভট্টাচার্যের জন্মদিবস। শুক্রবার সকালে অশোকনগর ৮ নম্বর কালিবাড়ি মোড়ে কেশব চন্দ্র ভট্টাচার্যের মূর্তির পাদদেশে জড়ো হন তাঁর অনুরাগীরা। কেশব চন্দ্র ভট্টাচার্য স্মৃতি রক্ষা কমিটির ডাকে হাজির হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। কেশব চন্দ্র ভট্টাচার্য অশোকনগরে কাকু বলে পরিচিত ও জনপ্রিয় ছিলেন। এদিন তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বক্তব্য রাখেন অশোকনগরের প্রাক্তন বিধায়ক ধীমান রায়, তৃণমূল নেতা মৃন্ময় ব্যানার্জি, সিপিআই নেতা মনীষী নন্দী, স্বপন দাশগুপ্ত, অশোকনগর-কল্যাণগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান পরিষদ সদস্য অমল দে, পুরপ্রধান পরিষদ সদস্য সমীর দত্ত ও শ্রীকান্ত চৌধুরী, প্রাক্তন কাউন্সিলার সিদ্ধার্থ সরকার, বিধায়ক নারায়ণ গোস্বামী-সহ আরও অনেকে। কেশব চন্দ্র ভট্টাচার্যের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অশোকনগর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তী ও অন্যতম সদস্য সঞ্জীব সরকার।
Next Post
খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা করল অশোকনগর মিতালী সংঘ
Fri Jul 1 , 2022
ওয়েব ডেস্ক : খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা করল উত্তর ২৪ পরগনার অশোকনগর মিতালী সংঘ। শুক্রবার রথযাত্রার দিনে মিতালী সংঘ ৬৮তম দুর্গোৎসবের কাজ শুরু করল। এদিন তাদের খুঁটি পুজোয় হাজির ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, প্রাক্তন বিধায়ক তথা অশোকনগর-কল্যাণগড় পুরসভার উপপুরপ্রধান ধীমান রায়, পুরপ্রধান পরিষদ সদস্য শ্রীকান্ত চৌধুরী, কাউন্সিলার তারক […]

You May Like
-
9 months ago
৩ সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের ৪৯৮
-
9 months ago
কাতার বিশ্বকাপ, বিশেষ সিদ্ধান্ত ফিফার