ওয়েব ডেস্ক : খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের সূচনা করল উত্তর ২৪ পরগনার অশোকনগর মিতালী সংঘ। শুক্রবার রথযাত্রার দিনে মিতালী সংঘ ৬৮তম দুর্গোৎসবের কাজ শুরু করল। এদিন তাদের খুঁটি পুজোয় হাজির ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, প্রাক্তন বিধায়ক তথা অশোকনগর-কল্যাণগড় পুরসভার উপপুরপ্রধান ধীমান রায়, পুরপ্রধান পরিষদ সদস্য শ্রীকান্ত চৌধুরী, কাউন্সিলার তারক দাস (নোটন), প্রাক্তন কাউন্সিলার অনুপ রায়, সিদ্ধার্থ সরকার প্রমুখ। পুজো কমিটির পক্ষ থেকে দাবি করা হয় যে, এবারও পুজোর থিমে চমক দেবে অশোকনগর মিতালী সংঘ।
Next Post
পুরসভার উদ্যোগে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম-মৃত্যু দিন পালন ও মাসিক মুখপত্র পৌরবার্তা প্রকাশ
Fri Jul 1 , 2022
অলোক আচার্য, নববারাকপুর পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কিংবদন্তি চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন পালন করল নববারাকপুর পুরসভা। শুক্রবার সকালে নববারাকপুর পুরসভা পরিচালিত ডাঃ বিধান চন্দ্র রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে বিধান চন্দ্র রায়ের মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান […]

You May Like
-
11 months ago
নাগরাকাটায় চা বাগানে শারহুল উৎসব ও গণ বিবাহের আসর
-
10 months ago
উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম দিনহাটার অদিশা