ওয়েব ডেস্ক : আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের ভরসা দিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। বৃহত্তর অশোকনগরের শিক্ষার পরিবেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁর উদ্যোগে পথ চলা শুরু করল ফ্রি কোচিং সেন্টার ভরসা অ্যাকাডেমি। শনিবার বিকেলে অশোকনগর চৌরঙ্গি মোড়ে ভরসা অ্যাকাডেমির উদ্বোধন করেন ইতিহাসবিদ ও পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, অতিরিক্ত জেলাশাসক, বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহুয়া দাস, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানস কুমার সান্যাল, মহকুমাশাসক বর্ষা সাউ, বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি, অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকার-সহ কাউন্সিলাররা। জানা গিয়েছে, এই কোচিং সেন্টারে ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের পঠন পাঠনের সুব্যবস্থা থাকবে। ২০ জুলাই থেকে ভরসার কোচিং শুরু হবে। ভরসা অ্যাকাডেমিতে ভর্তির জন্য গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে আবেদন করা যাবে। আবার বিধায়ক নারায়ণ গোস্বামীর দফতরে গিয়েও পড়ুয়ারা সরাসরি আবেদন করতে পারবে।
Next Post
অবসরের দিন নিজের স্কুলকে ৭৫ হাজার টাকা দিলেন বন্দনা
Mon Jul 4 , 2022
দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতার পর অবসর নিলেন আলিপুরদুয়ার গার্লস হাইস্কুলের শিক্ষিকা বন্দনা দেবনাথ। অবসরের দিন তার প্রিয় কর্মক্ষেত্র স্কুলকে দান করলেন ৭৫ হাজার টাকা। বন্দনা দেবীর ইচ্ছা, এই টাকা দিয়ে গড়ে তোলা হবে একটি তহবিল। বিদ্যালয় চলাকালীন কোনও ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার প্রাথমিক চিকিৎসা ও ওষুধ কেনার জন্য সেই […]

You May Like
-
11 months ago
বাড়ছে গরম, পাল্লা দিয়ে বাড়ছে জলসঙ্কটও