অবসরের দিন নিজের স্কুলকে ৭৫ হাজার টাকা দিলেন বন্দনা

দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতার পর অবসর নিলেন আলিপুরদুয়ার গার্লস হাইস্কুলের শিক্ষিকা বন্দনা দেবনাথ। অবসরের দিন তার প্রিয় কর্মক্ষেত্র স্কুলকে দান করলেন ৭৫ হাজার টাকা। বন্দনা দেবীর ইচ্ছা, এই টাকা দিয়ে গড়ে তোলা হবে একটি তহবিল। বিদ্যালয় চলাকালীন কোনও ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার প্রাথমিক চিকিৎসা ও ওষুধ কেনার জন্য সেই তহবিলের টাকা খরচ করা হবে । এদিন বিদায়লগ্নে এক আবেগঘন অনুষ্ঠানে জেলা স্কুল পরিদর্শক আশানুল করিমের হাত দিয়ে ৭৫ হাজার টাকার চেক ও একটি চুক্তিপত্র বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি জহর মজুমদার ও প্রধান শিক্ষিকা শুক্লা সাহার হাতে তুলে দেন এই শিক্ষিকা। সেই সঙ্গে নিজের হাতে গড়া একটি সরস্বতী মূর্তিও বিদ্যালয়কে উপহার দেন বন্দনা দেবী। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সুকুমার রঞ্জন সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কোভিড র‍্যাপিড টেস্ট চালু করল নববারাকপুর পুরসভা

Mon Jul 4 , 2022
অলোক আচার্য, নববারাকপুর কলকাতা জুড়ে করোনার বাড়বাড়ন্ত। সেই তুলনায় উত্তর ২৪ পরগনার নববারাকপুর শহরে করোনার গ্রাফ নিম্নমুখী। পুরসভা প্রথম থেকে সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করেছে। সোমবার দুপুর থেকে নববারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রশাসনিক ভবনে চালু হল করোনার সোয়াব (র‍্যাপিড) টেস্ট।সেখানে রয়েছেন ল্যাব টেকনিসিয়ান, ডেটা অপারেটর ও পুরসভার স্বাস্থ্যকর্মী। টেস্ট […]

You May Like

Breaking News