কোভিড র‍্যাপিড টেস্ট চালু করল নববারাকপুর পুরসভা

অলোক আচার্য, নববারাকপুর

কলকাতা জুড়ে করোনার বাড়বাড়ন্ত। সেই তুলনায় উত্তর ২৪ পরগনার নববারাকপুর শহরে করোনার গ্রাফ নিম্নমুখী। পুরসভা প্রথম থেকে সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করেছে। সোমবার দুপুর থেকে নববারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রশাসনিক ভবনে চালু হল করোনার সোয়াব (র‍্যাপিড) টেস্ট।সেখানে রয়েছেন ল্যাব টেকনিসিয়ান, ডেটা অপারেটর ও পুরসভার স্বাস্থ্যকর্মী। টেস্ট করাতে হলে চিকিৎসকের প্রেসক্রিপশন ও আধার কার্ড সঙ্গে নিয়ে আসা জরুরি। ৩-৪ দিন ধরে জ্বর, সর্দি-কাশি, খাবারে অরুচি এই রকম রোগীদের চিকিৎসকের কাছে গিয়ে প্রেসক্রিপশনে কোভিড টেস্ট লিখে আনলে তবেই হবে কোভিড পরীক্ষা। জানা গিয়েছে, প্রশাসনিক ভবনে প্রতিদিন দুপুর ২টো থেকে বিকেল ৪টা অবধি করোনা পরীক্ষা করা হবে। কয়েক সেকেন্ড এর মধ্যে জানিয়ে দেওয়া হবে রিপোর্ট পজিটিভ না নেগেটিভ। নেগেটিভ রিপোর্ট-এর শংসাপত্র রোগীকে দিয়ে দেওয়া হচ্ছে। পজিটিভ যাঁরা হচ্ছেন, তাঁদের ৭দিন থাকতে বলা হচ্ছে। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত ১০ জনের কোভিড টেস্ট করা হয়। ৩ জনের রিপোর্ট পজিটিভ হয়। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা জানান, সংক্রমণ প্রতিরোধে পুরসভা গত বছরে প্রথম থেকেই কড়া পদক্ষেপ করেছিল। তাই জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছিল নববারাকপুর পুরসভা। মাইকিং করে ও হোর্ডিং-ব্যানার লাগিয়ে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তাও দিয়েছে পুরসভা। আর এদিন স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনিক ভবনে চালু হল করোনার র‍্যাপিড টেস্ট।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বয়সের ভারে মৃত্যু বয়স্কতম রয়্যাল বেঙ্গল টাইগার রাজার

Mon Jul 11 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার চিরঘুমের দেশে চলে গেল দেশের বয়স্কতম রয়্যাল বেঙ্গল টাইগার রাজা। সোমবার ভোর ৩টা নাগাদ রাজার মৃত্যু হয়। রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস। ২ মাস পর রাজার ২৬তম জন্মদিন পালনের পরিকল্পনা করেছিলেন বনকর্মীরা। তার আগেই মৃত্যু হলো রাজার। ২০০৮ সালের আগস্টে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া বন […]

You May Like

Breaking News