বয়সের ভারে মৃত্যু বয়স্কতম রয়্যাল বেঙ্গল টাইগার রাজার

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

চিরঘুমের দেশে চলে গেল দেশের বয়স্কতম রয়্যাল বেঙ্গল টাইগার রাজা। সোমবার ভোর ৩টা নাগাদ রাজার মৃত্যু হয়। রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস। ২ মাস পর রাজার ২৬তম জন্মদিন পালনের পরিকল্পনা করেছিলেন বনকর্মীরা। তার আগেই মৃত্যু হলো রাজার। ২০০৮ সালের আগস্টে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া বন বিভাগের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ১১ বছর বয়সী রাজাকে জখম অবস্থায় সুন্দরবন থেকে নিয়ে আসা হয়। তখন রাজার শরীরে ১০টি গভীর ক্ষত ছিল। জানা গিয়েছে, সুন্দরবনে কুমীরের সঙ্গে লড়াই করে জখম হয় রাজা। এরপর বন বিভাগের চিকিৎসক প্রলয় মন্ডল ও বনকর্মীদের অক্লান্ত পরিশ্রম, পরিচর্যা ও চিকিৎসায় রাজা সুস্থ হয়ে ওঠে ও তার স্থায়ী ঠিকানা হয় দক্ষিণ খয়েরবাড়ির এই পুনর্বাসন কেন্দ্র। এখানেই বয়সের ভারে মৃত্যু হলো রাজার। রাজার মৃত্যুতে শোকে মুহ্যমান বনকর্মীরা। এদিন রাজকীয় ভাবেই রাজার অন্তিম সংস্কার করা হয়। রাজাকে পুষ্পস্তবক অর্পণ করে এদিন বিদায় জানান আলিপুরদুয়ার জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা-সহ বনকর্মীরা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বন্ধুত্ব ও ভালোবাসার ছবির প্রচারে অশোকনগরে ঋত্তিকা-আর্য

Wed Jul 13 , 2022
ওয়েব ডেস্ক : বন্ধুত্ব ও ভালোবাসার ছবি ‘প্রথম বারের প্রথম দেখা’ রিলিজের তৃতীয় দিনে অশোকনগরে এলেন অভিনেত্রী ঋত্তিকা সেন ও নবাগত নায়ক আর্য দাশগুপ্ত। গত রবিবার নটরাজ সিনেমা হলে ‘প্রথম বারের প্রথম দেখা’ ছবির প্রচারে এলেন তাঁরা। হলের সামনে দাঁড়িয়ে দর্শকদের কয়েকজনের সঙ্গে ছবিও তুললেন আর্য ও ঋত্তিকা। ছবির প্রচারে […]

You May Like

Breaking News