ওয়েব ডেস্ক : দাদার মৃত্যুবার্ষিকীতে শিশুদের খাদ্যসামগ্রী উপহার দিয়ে তাঁকে স্মরণ করল সমাজকর্মীর পরিবার। উত্তর ২৪ পরগনার অশোকনগরের স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী উৎসব কমিটির অন্যতম সদস্য, সমাজকর্মী দেবাশীষ মজুমদারের দাদা অভিজিৎ মজুমদার ২০২১ সালের ৯ জুলাই প্রয়াত হন। তাঁর স্মরণে গত ১০ জুলাই রবিবার বৈশাখী উৎসব কমিটির মাধ্যমে অশোকনগর রেল কলোনির ৭০-৭৫ জন শিশুর হাতে খাদ্য সামগ্রী উপহার হিসাবে তুলে দেয় মজুমদার পরিবার। এদিন অভিজিৎ মজুমদারের পরিবারের সদস্যরা ও অশোকনগর বৈশাখী উৎসব কমিটির সদস্যরা যৌথ উদ্যোগে শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এদিন সমাজকর্মী দেবাশীষ মজুমদার বলেন, আমি দুই পরিবারেরই সদস্য। বৈশাখী উৎসব কমিটি আমার কাছে একটা পরিবার। আবার মজুমদার পদবী থাকায় সেটাও আমার পরিবার। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকি। দাদার মৃত্যুদিবস উপলক্ষে ভিক্ষা বা বিতরণ নয়, শিশুদের উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।
Next Post
১০০ দিনের কাজের বকেয়া দেওয়ার দাবি-সহ ১৮ দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন বামেদের
Wed Jul 13 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার ১০০ দিনের কাজের বকেয়া দেওয়ার দাবি-সহ ১৮ দফা দাবিতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সিপিআইএম কর্মী-সমর্থকরা মিছিল করে বিডিও অফিসে যান ও ডেপুটেশন দেন। দলের আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত ১০০ দিনের কাজের বকেয়া […]

You May Like
-
10 months ago
ত্রাতা এমবাপে, হলুদ কার্ড দেখেও জয় রোনাল্ডোদের
-
9 months ago
৩ সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের ৪৯৮
-
12 months ago
অসম-বাংলা সীমানায় ১৩০ কেজি গাঁজা আটক করল পুলিশ