ওয়েব ডেস্ক : বন্ধুত্ব ও ভালোবাসার ছবি ‘প্রথম বারের প্রথম দেখা’ রিলিজের তৃতীয় দিনে অশোকনগরে এলেন অভিনেত্রী ঋত্তিকা সেন ও নবাগত নায়ক আর্য দাশগুপ্ত। গত রবিবার নটরাজ সিনেমা হলে ‘প্রথম বারের প্রথম দেখা’ ছবির প্রচারে এলেন তাঁরা। হলের সামনে দাঁড়িয়ে দর্শকদের কয়েকজনের সঙ্গে ছবিও তুললেন আর্য ও ঋত্তিকা। ছবির প্রচারে এসে টিম ‘প্রথম বারের প্রথম দেখা’র কুশীলবরা এদিন তরুণদের সুযোগ দেওয়ার জন্য আবেদন জানান। গত শুক্রবার রিলিজ করেছে বন্ধুত্ব ও ভালোবাসার ছবি ‘প্রথম বারের প্রথম দেখা’। এই ছবিতে নবাগত নায়ক আর্য দাশগুপ্তর সঙ্গে অভিনয় করেছেন সুপরিচিত অভিনেত্রী ঋত্তিকা সেন। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন খরাজ মুখার্জি, তুলিকা বসু, শান্তিলাল মুখার্জি, দেবাঞ্জন নাগ, প্রসুন গাইন, পার্থসারথি চক্রবর্তী, রাজু মজুমদার প্রমুখ। বর্নিতা বোসের গল্পকে চলচ্চিত্রে রূপ দিয়েছেন পরিচালক আকাশ মালাকার। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পিউ ভট্টাচার্য মুখার্জি। এই সিনেমার দেব এ ব্রতর সুরে ‘বন্ধু তোর ভালোবাসা’, ‘পাগলি’ ও ‘প্রথম বারের প্রথম দেখা’ গানগুলো ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বলে এদিন দাবি করেন টিম ‘প্রথম বারের প্রথম দেখা’র অন্যতম সদস্যা চুমকি পাল। অন্যদিকে, তরুণ তুর্কিদের সৃষ্টি এই সিনেমা দেখার জন্য দর্শকদের প্রতি এদিন আবেদন জানান ছবির পরিচালক আকাশ মালাকার ও নায়ক আর্য দাশগুপ্ত।
Next Post
দাদার মৃত্যুবার্ষিকীতে শিশুদের খাদ্যসামগ্রী উপহার দিল সমাজকর্মীর পরিবার
Wed Jul 13 , 2022
ওয়েব ডেস্ক : দাদার মৃত্যুবার্ষিকীতে শিশুদের খাদ্যসামগ্রী উপহার দিয়ে তাঁকে স্মরণ করল সমাজকর্মীর পরিবার। উত্তর ২৪ পরগনার অশোকনগরের স্বেচ্ছাসেবী সংগঠন বৈশাখী উৎসব কমিটির অন্যতম সদস্য, সমাজকর্মী দেবাশীষ মজুমদারের দাদা অভিজিৎ মজুমদার ২০২১ সালের ৯ জুলাই প্রয়াত হন। তাঁর স্মরণে গত ১০ জুলাই রবিবার বৈশাখী উৎসব কমিটির মাধ্যমে অশোকনগর রেল কলোনির […]

You May Like
-
1 year ago
জেলা পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা শিবির