সোনাপুরে নেশার ট্যাবলেট ও কাফসিরাপ উদ্ধার, আটক ১

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সীমানার সোনাপুরে নাকা চেকিংয়ে পাচারের আগেই ধরা পড়লো নেশার ট্যাবলেট ও কাফসিরাপ। সেই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী জানান, সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি পিটি ভুটিয়ার কাছে গোপন সুত্রে খবর আসে যে, বুধবার রাতে কোচবিহার থেকে সোনাপুর রাস্তা ধরে ভুটান সীমান্তের জয়গাঁতে প্রচুর নেশার ট্যাবলেট ও কাফসিরাপ পাচার হবে। খবর পেয়েই সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি মহকুমা পুলিশ আধিকারিককে বিষয়টি জানান। মহকুমা পুলিশ আধিকারিক সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার থানার ওসি অনিন্দ্য ভট্টাচার্য, সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি পিটি ভুটিয়া ও আরও কয়েকজন পুলিশ অফিসারকে নিয়ে টিম গড়ে নাকা চেকিং শুরু করেন। গভীর রাতে একটি মারুতি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২ কার্টুন কাফসিরাপ-সহ ৬,৭৬৮টি নেশার ট্যাবলেট। আটক করা হয় অর্জুন থাপা (৩২) নামের এক ব্যক্তিকে। গাড়িটিও বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের অনুমান, ভুটান সীমান্তের জয়গাঁ দিয়ে এই বিপুল পরিমান নেশার সামগ্রী বাইরে পাচার করা হতো। উদ্ধার করা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক। তিনি আরও বলেন, আলিপুরদুয়ার জেলা জুড়ে মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের লাগাতার অভিযান চলছে। সেই অভিযানের সাফল্য হলো এদিনের বিপুল পরিমান নেশার সামগ্রী উদ্ধার।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

Thu Jul 14 , 2022
অলোক আচার্য, নববারাকপুর শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার দুপুরে নববারাকপুরে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন তিনি। এদিন তিনি জানান, এর ফলে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬,২০১ জন মেয়ে উপকৃত হবে। নববারাকপুর সাজিরহাট আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে দুটি অত্যাধুনিক স্যানিটারি ন্যপকিন ভেন্ডিং মেশিনের […]

You May Like

Breaking News