সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
১০০ দিনের কাজের বকেয়া দেওয়ার দাবি-সহ ১৮ দফা দাবিতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সিপিআইএম কর্মী-সমর্থকরা মিছিল করে বিডিও অফিসে যান ও ডেপুটেশন দেন। দলের আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত ১০০ দিনের কাজের বকেয়া মজুরি দিতে হবে। সেই সঙ্গে বকেয়া বার্ধক্য ভাতা-সহ অন্যান্য ভাতা দ্রুত উপভোক্তাদের দিতে হবে ও নিয়মিত ভাবে ভাতা দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জেলাভিত্তিক তালিকা দ্রুত প্রকাশ ও প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী অনুপাতে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে। অন্যদিকে বিডিও জানান, বিবেচনার জন্য ডেপুটেশনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন তিনি।