১০০ দিনের কাজের বকেয়া দেওয়ার দাবি-সহ ১৮ দফা দাবিতে বিডিওকে ডেপুটেশন বামেদের

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

১০০ দিনের কাজের বকেয়া দেওয়ার দাবি-সহ ১৮ দফা দাবিতে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সিপিআইএম কর্মী-সমর্থকরা মিছিল করে বিডিও অফিসে যান ও ডেপুটেশন দেন। দলের আলিপুরদুয়ার জেলা নেতৃত্ব জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত ১০০ দিনের কাজের বকেয়া মজুরি দিতে হবে। সেই সঙ্গে বকেয়া বার্ধক্য ভাতা-সহ অন্যান্য ভাতা দ্রুত উপভোক্তাদের দিতে হবে ও নিয়মিত ভাবে ভাতা দিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জেলাভিত্তিক তালিকা দ্রুত প্রকাশ ও প্রতিটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী অনুপাতে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে। অন্যদিকে বিডিও জানান, বিবেচনার জন্য ডেপুটেশনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন তিনি।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

সোনাপুরে নেশার ট্যাবলেট ও কাফসিরাপ উদ্ধার, আটক ১

Wed Jul 13 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার সীমানার সোনাপুরে নাকা চেকিংয়ে পাচারের আগেই ধরা পড়লো নেশার ট্যাবলেট ও কাফসিরাপ। সেই সঙ্গে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। আলিপুরদুয়ার মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী জানান, সোনাপুর পুলিশ ফাঁড়ির ওসি পিটি ভুটিয়ার কাছে গোপন সুত্রে খবর আসে যে, বুধবার রাতে কোচবিহার থেকে […]

You May Like

Breaking News