সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার জেলার জয়গাঁ ও কুমারগ্রামের নিউ ল্যান্ডস চা বাগানে মহা সমারোহে উদযাপিত হল নেপালি ভাষায় রামায়ণ রচয়িতা আদি কবি ভানু ভক্ত আচার্যের ২০৮তম জন্মজয়ন্তী। কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগানে গোর্খা ছাত্র সংগঠনের উদ্যোগে বুধবার উদযাপিত হয় আদি কবি ভানু ভক্তের জন্মজয়ন্তী। পাশাপাশি জয়গাঁ ১ নম্বর, জয়গাঁ ২ নম্বর ও দলসিংপারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে
জেলার ভুটান সীমান্তের জয়গাঁ শহরের জিএস মটি মোড়ে খোকলা বস্তিতে গোর্খা ভবন প্রাঙ্গনেও এদিন এই মহান কবির জন্মজয়ন্তী উদযাপিত হয়। এদিন জিএসটি মোড়ে কবি ভানু ভক্তের একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। অন্যদিকে, কবির নামে জিএসটি মোড়ের নামকরণ করা হয় ভানু মোড়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রী বুলু চিক বরাইক, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, এসজেডিএ চেয়ারম্যান ড. সৌরভ চক্রবর্তী, সমাজসেবী প্রকাশ চিক বরাইক, বিনোদ মিঞ্জ, বীরেন্দ্র বারা প্রমুখ।