শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের

অলোক আচার্য, নববারাকপুর

শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার দুপুরে নববারাকপুরে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন তিনি। এদিন তিনি জানান, এর ফলে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬,২০১ জন মেয়ে উপকৃত হবে। নববারাকপুর সাজিরহাট আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে দুটি অত্যাধুনিক স্যানিটারি ন্যপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন মন্ত্রী । হাজির ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী প্রিয়দর্শিনী হাকিম, একান্নবর্তী সংস্থার বীথি বসু, নীলিমা সেনগুপ্ত, কৃষ্ণা চ্যাটার্জি, প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ ড. শক্তিব্রত ভৌমিক, ড.নিখিল চন্দ্র হালদার-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও ছিলেন নববারাকপুরের ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা। জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের সহযোগিতায় ও একান্নবর্তী সংস্থার সমন্বয়ে নববারাকপুরের শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। এদিন এর উদ্বোধনের পাশাপাশি বিনামূল্যে ন্যাপকিন বিতরণও করেন চন্দ্রিমা।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘বিধায়ক হিসেবে আমি ভাবলাম যে, আমার এলাকায় মেয়েদের স্বাস্থ্যটা যদি ভালো রাখতে হয়, তাহলে ছোটবেলা থেকে ওদের মেনস্ট্রুয়াল হাইজিনের বিষয়টায় খেয়াল রাখতে হবে । সুতরাং ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের কাছে আমরা আবেদন জানাই । এরপর এই ভেন্ডিং মেশিনের ব্যবস্থা হয়। আমরা এলাকার সব স্কুল ও কো-এড কলেজের হিসেব নিয়ে ৯টি ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, ‘ পিরিয়ডের মতো একটি স্বাভাবিক বিষয়কে নিয়ে কোনো ট্যাবু যেন না থাকে, এটা লজ্জার বিষয় নয়, একটি স্বাভাবিক বিষয়— এই সচেতনতা গড়ে উঠুক সবার মধ্যে।’

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নেপালি ভাষায় রামায়ণ রচয়িতা আদি কবি ভানু ভক্ত আচার্যের ২০৮তম জন্মজয়ন্তী উদযাপন

Thu Jul 14 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার জয়গাঁ ও কুমারগ্রামের নিউ ল্যান্ডস চা বাগানে মহা সমারোহে উদযাপিত হল নেপালি ভাষায় রামায়ণ রচয়িতা আদি কবি ভানু ভক্ত আচার্যের ২০৮তম জন্মজয়ন্তী। কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগানে গোর্খা ছাত্র সংগঠনের উদ্যোগে বুধবার উদযাপিত হয় আদি কবি ভানু ভক্তের জন্মজয়ন্তী। পাশাপাশি জয়গাঁ ১ নম্বর, জয়গাঁ ২ […]

You May Like

Breaking News