৯ বছর বন্ধ থাকার পর খুলছে বান্দাপানি চা বাগান

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর আগামী ২৫ জুলাই খুলবে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত লাগোয়া বান্দাপানি চা বাগান। জানা গিয়েছে, শিলিগুড়িতে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২৫ জুলাই চা বাগানটিতে কাজ শুরু হবে। ওই বৈঠকে হাজির ছিলেন উত্তরবঙ্গের অতিরিক্ত শ্রম কমিশনার মহম্মদ রিজওয়ান, আলিপুরদুয়ারের যুগ্ম শ্রম আধিকারিক আর্থার হোড়ো, বীরপাড়ার অ্যাসিট্যান্ট লেবার কমিশনার নীল ছেত্রী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। সূত্রের খবর, নতুন মালিক মেরিকো টি কোম্পানি শ্রমিক কর্মচারীদের বকেয়া বোনাসের এক তৃতীয়াংশ বাগান খোলার ৩ দিনের মধ্যে মিটিয়ে দেবে। পরে দুটি কিস্তিতে মিটিয়ে দেবে বাকি অংশ। গ্র‍্যাচুইটির বকেয়া টাকা ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ জুলাই বাগান ছেড়ে চলে যায় কর্তৃপক্ষ। তখন শ্রমিকের সংখ্যা ছিল ১২০৬। বাগান বন্ধ থাকায় প্রায় অর্ধেক শ্রমিক বাইরে কাজ করতে চলে গেছেন। বাগান চালু হওয়ার ৩ মাসের মধ্যে বাইরে চলে যাওয়া শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন। তৃণমূলের শ্রমিক সংগঠনের চেয়ারম্যান নকুল সোনার জানান, রাজ্য সরকার সমস্ত বন্ধ চা বাগান খুলে দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছে তার ফলশ্রুতিতে খুলে যাচ্ছে বান্দাপানি চা বাগান। এটা রাজ্য সরকারের বড়ো সাফল্য বলেও মন্তব্য করেন তিনি।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কাঙাল হরিনাথের ১৮৯তম জন্মদিনে কাঙাল হরিনাথ গবেষককে জীবনকৃতী সম্মান লিটল ম্যাগ লাইব্রেরির

Sat Jul 23 , 2022
ওয়েব ডেস্ক : উনিশ শতকের লড়াকু সাংবাদিক, কবি, বাউল হরিনাথ মজুমদার বা ফিকিরচাঁদ বা কাঙাল হরিনাথের ১৮৯তম জন্মদিন পালন করল বারাসাত কাঙাল হরিনাথ লিটল ম্যাগাজিন লাইব্রেরি। শুক্রবার বিকেলে বারাসাত বনমালিপুরে শহিদ বিনয় ঘোষ স্মৃতি মঞ্চে আলোচনা সভা ও বাউল গানের মাধ্যমে কাঙাল হরিনাথের জন্মদিন পালন করে লিটল ম্যাগাজিন লাইব্রেরির সদস্যরা। […]

You May Like

Breaking News