কাঙাল হরিনাথের ১৮৯তম জন্মদিনে কাঙাল হরিনাথ গবেষককে জীবনকৃতী সম্মান লিটল ম্যাগ লাইব্রেরির

ওয়েব ডেস্ক : উনিশ শতকের লড়াকু সাংবাদিক, কবি, বাউল হরিনাথ মজুমদার বা ফিকিরচাঁদ বা কাঙাল হরিনাথের ১৮৯তম জন্মদিন পালন করল বারাসাত কাঙাল হরিনাথ লিটল ম্যাগাজিন লাইব্রেরি। শুক্রবার বিকেলে বারাসাত বনমালিপুরে শহিদ বিনয় ঘোষ স্মৃতি মঞ্চে আলোচনা সভা ও বাউল গানের মাধ্যমে কাঙাল হরিনাথের জন্মদিন পালন করে লিটল ম্যাগাজিন লাইব্রেরির সদস্যরা। এদিন কাঙাল হরিনাথ গবেষক ও লিটল ম্যাগাজিন লাইব্রেরির সভাপতি অশোক চট্টোপাধ্যায়কে জীবনকৃতী সম্মান জানান লাইব্রেরির সম্পাদক সুবীর সাহা (পল্টু)। তাঁর হাতে একটি স্মারক তুলে দেন তিনি। এছাড়াও সাংবাদিক বিপ্রতীপ দে ও দিলীপ রায়কে স্মারক দিয়ে সম্মান জানায় কাঙাল হরিনাথ লিটল ম্যাগাজিন লাইব্রেরি। এছাড়াও স্মারক দিয়ে লাইব্রেরির দুই সক্রিয় সদস্য কৃষ্ণগোপাল দে (বিশু) ও সৌমেন চ্যাটার্জিকে সম্মান জানানো হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে কাঙাল হরিনাথের সংক্ষিপ্ত জীবন ও তাঁর কাজ তুলে ধরেন সঞ্চালক প্রসূন ব্যানার্জি। এরপর ‘আঞ্চলিক পত্র পত্রিকাগুলি কি ক্রমে প্রতিষ্ঠানের লেজুড়ে পরিণত হচ্ছে’ বিষয়ে আলোচনা করেন বিপ্রতীপ দে ও দিলীপ রায়। দুই বক্তার আলোচনায় সংযোজন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক সুকুমার মিত্র। এছাড়াও বক্তব্য রাখেন অশোক চট্টোপাধ্যায়। কাঙাল হরিনাথের লেখা গান নিয়ে আলোচনা করেন নীলাদ্রি শেখর দাশ শর্মা। কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার বা ফিকিরচাঁদের গান পরিবেশন করে তরুণ প্রজন্মের বাউল গানের দল ‘সহজ কুঠির’। সমগ্র অনুষ্ঠানে হাজির ছিলেন বৃষ্টি সাহা, দিলীপ দাস, দীপক মিত্র-সহ কাঙাল হরিনাথ লিটল ম্যাগাজিন লাইব্রেরির সদস্যরা ও অনুরাগীরা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের শাস্তির দাবিতে মিছিল বামপন্থীদের

Sun Jul 24 , 2022
সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার রাজ্যে এসএসসির মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এই দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের শাসকদল তৃণমুলের মন্ত্রী-নেতাসহ অন্যান্যরা। এরমধ্যেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছে রাজ্যের শাসকদল তৃণমুলের মহাসচিব, প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা […]

You May Like

Breaking News