সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
রাজ্যে এসএসসির মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। এই দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের শাসকদল তৃণমুলের মন্ত্রী-নেতাসহ অন্যান্যরা। এরমধ্যেই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করেছে রাজ্যের শাসকদল তৃণমুলের মহাসচিব, প্রাক্তন শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়কে। এর পাশাপাশি উঠে আসছে আরও অনেকের নাম। নিয়োগ কাণ্ডে দূর্নীতিতে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রবিবার বামপন্থী কর্মী-সমর্থকরা মিছিল করল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পারোকাটা পুলপার এলাকায়। সিপিআইএম দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক বিদ্যুৎ গুন জানান, শুধুমাত্র শিক্ষক নিয়োগই নয়, রাজ্যের শাসকদল তৃণমুলের নেতা-মন্ত্রীরা অনেক দুর্নীতিতে যুক্ত। এই দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তাঁদের এই মিছিল।