সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে ও চেংমারি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রবিবার ব্লকের দুর্গম ও প্রত্যন্ত এলাকা ব্যাঙডোবা বনবস্তি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘দুয়ারে সরকার’ শিবির ও হোয়াটস অ্যাপে সমাধান প্রকল্পে শংসাপত্র বিতরণ অনুষ্ঠান। কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার দিনকয়েক আগেই হোয়াটসঅ্যাপে সমাধান প্রকল্পের ঘোষণা করেন। তিনি জানান, সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা থাকলে ব্লকের বাসিন্দারা ৮৩৪৮২২২৪৮৯ নম্বরে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানাতে পারবেন। তাঁদের অভিযোগের প্রতিকার করা হবে। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রতিকার। এদিন দুয়ারে সরকার শিবিরে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানিয়েছেন এমন ৭৯ জনকে জাতিগত শংসাপত্র দেওয়া হয়। প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক বিপ্লব সরকার ও বিডিও মিহির কর্মকার। এছাড়াও অন্যান্য সরকারি পরিষেবা প্রাপকদের বিভিন্ন প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।