অলোক আচার্য, নববারাকপুর
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানো ছাড়া আর কোনও বিকল্প উপায় নেই। রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ বা বনমহোৎসব। ‘একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান।’ রবিবার সকালে এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ করল নববারাকপুরের বহুমুখী সামাজিক সংগঠন সমাজবন্ধু ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এদিন সকালে পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বঙ্কিম চ্যাটার্জি রোডে অবসর উদ্যানে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় কাউন্সিলার সুদীপ ঘোষ-সহ ওয়ার্ডের যুব ও মহিলারা আর সমাজবন্ধুর সদস্যরা। পাশাপাশি এদিন এলাকায় চারাগাছ বিলিও করা হয়। পুরপ্রধান প্রবীর সাহা বলেন, সমাজবন্ধু সমাজের কাজ করছে। পরিবেশ ভারসাম্য বজায় রাখতে শহরের আরও সবুজায়নে চারাগাছ রোপণ করছে। খুব ভালো উদ্যোগ। সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। অরণ্য আমাদের প্রেরণা। সবুজ আমাদের চেতনা। সবুজের অভিযানকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি পার্কটির রক্ষনাবেক্ষণের ওপর জোর দেন পুরপ্রধান।