সুজিত দাস, অশোকনগর
শিশুদের সঙ্গে খেলায় মেতে উঠলেন হাবরা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রোহেত শেখ। বুধবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর শহিদ সদনে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সাইবার ক্রাইম ও ব্যাঙ্ক জালিয়াতির ওপর এক আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তিনি। ওই আলোচনা সভার পর শহিদ সদনের বাইরে বেরিয়ে তিনি দেখেন, পাশের মাঠে অর্থাৎ শক্তিসাধনা ক্লাব ময়দানে চলছে ফুটবল প্রশিক্ষণ। শিশুরা ফুটবল খেলছে। সেখানে শিশুদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন সুপরিচিত ফুটবলার সৌরজিৎ দাস (পল)। রোহেত শেখ সোজা ঢুকে পড়েন মাঠে। ফুটবলে পা দিয়ে কিক করেন ও প্রশিক্ষণ সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তিনি জানতে পারেন পাশের আর একটি মাঠে চলছে ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র। তিনি সেখানে গিয়ে খুদে খেলোয়ারদের সঙ্গে ভলি খেলায় মেতে ওঠেন। কিছুক্ষণ তাদের সঙ্গে ভলি খেলেন।