ওয়েব ডেস্ক : শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শৈবতীর্থ জল্পেশ মন্দিরে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন ২৬ জন পুণ্যার্থী। কোচবিহারের শীতলকুচি থেকে একটি পিক আপ ভ্যান করে রওনা হয়েছিলেন তাঁরা। কিন্তু পথেই ঘটে বিপত্তি। পিক আপ ভ্যানে রাখা জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। চালক তড়িঘড়ি পিক আপ ভ্যান নিয়ে পৌছে যান জলপাইগুড়ি সুপার স্পেশালিষ্ট হাসপাতালে। সেখানকার চিকিৎসক ১০ জনকে মৃত ঘোষণা করেন। বাকীদের চিকিৎসা চলছে। এই ঘটনায় শোকের ছায়া শীতলকুচি এলাকায়। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে চ্যাংড়াবান্ধায়।
Next Post
নববারাকপুর পুরসভার উদ্যোগে কৃতী বরণ ও মায়েদের সংবর্ধনা
Wed Aug 10 , 2022
অলোক আচার্য, নববারাকপুর, উত্তর ২৪ পরগনা এলাকার কৃতী ও মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা দিল নববারাকপুর পুরসভা। গত শনিবার বিকেলে পুরসভার উদ্যোগে স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে এই পড়ুয়াদের পাশাপাশি তাদের মায়েদেরও সংবর্ধিত করা হয়। বিভিন্ন বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর প্রাপ্ত সফল কৃতী পড়ুয়া ও তাদের মায়েদের সংবর্ধিত […]

You May Like
-
6 months ago
আড়াই বছর পর খুলল ভুটান গেট, খুশি ব্যবসায়ীরা
-
8 months ago
সোনাপুরে নেশার ট্যাবলেট ও কাফসিরাপ উদ্ধার, আটক ১