ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য নিজের চুল দান করলেন সুপ্রিয়া

দেবাশিস মজুমদার

ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য নিজের চুল দান করলেন ২২ বছরের এক তরুণী। আর্ত মানুষের সেবায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা এককভাবে বিভিন্ন সহৃদয় ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন বা অঙ্গ প্রত্যঙ্গ দান করেন। কিন্তু এবার শরীরের রক্ত বা অঙ্গ প্রত্যঙ্গ নয়, নিজের মাথার চুল দান করলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের তরুণী সুপ্রিয়া বিশ্বাস। ইতিহাসে এমএ পাঠরতা এই তরুণী তাঁর স্বামী ও বাড়ির সবার অনুমতি নিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য নিজের চুল দান করেন। গত দু’বছর ধরে নিজের মাথার চুলের যত্ন নিয়ে তা বড় করে তুলেছিলেন সুপ্রিয়া। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য সেই চুল কেটে দান করলেন তিনি। জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই তাঁর সেই চুল হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গল সংস্থার মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীর মাথায় ব্যবহার হবে। সুপ্রিয়ার বার্তা, সব বাধা অতিক্রম করে মেয়েদের এভাবেই আরও বেশি করে এগিয়ে এসে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে থাকতে হবে।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ইঞ্জিনিয়ার হলেন চা শ্রমিক পরিবারের মেয়ে শেফালী ওঁরাও

Mon Aug 22 , 2022
সুকুমার রঞ্জন সরকার মনে জেদ আর লাগাতার চেষ্টা থাকলে সব সম্ভব।সেটাই দেখালেন আদিবাসী কন্যা শেফালী ওঁরাও।দরিদ্র চা শ্রমিক পরিবারের মেয়ে হয়েও ইঞ্জিনিয়ার হলেন তিনি। প্রমাণ করলেন মনে জেদ থাকলে সব প্রতিকূলতাকে কাটিয়ে লক্ষ্যে পৌঁছোনো সম্ভব। জলপাইগুড়ি জেলার ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ১০ নম্বর লাইনের বাসিন্দা শেফালী ওঁরাও। তাঁর ডাক নাম ববিতা। […]

You May Like

Breaking News