সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার
সারা ভারত কৃষক সভার ২০তম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। শুক্রবার কামাখ্যাগুড়িতে একটি বেসরকারি ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু হয়। সারা ভারত কৃষক সভার পক্ষে সুখময় রায় জানান, এদিন সম্মেলনে সাংগঠনিক আলোচনার পাশাপাশি কৃষি ও কৃষকদের স্বার্থে বেশ কিছু দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রস্তাব নেওয়া হয়েছে। এগুলির মধ্যে রয়েছে, সারের কালোবাজারি বন্ধ করে ভর্তুকিতে কৃষকদের সার সরবরাহ করতে হবে, কৃষিজমিতে সেচের ব্যবস্থা করতে হবে, কৃষিপণ্যের সহায়ক মূল্য দিতে হবে, কৃষকদের ফসলের ক্ষতিপূরণ প্রদান প্রভৃতি। এই সম্মেলনে হাজির ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা ও ব্লক নেতানেত্রীরা।