কামাখ্যাগুড়িতে সারা ভারত কৃষক সভার ২০তম কুমারগ্রাম ব্লক সম্মেলন

সুকুমার রঞ্জন সরকার, আলিপুরদুয়ার

সারা ভারত কৃষক সভার ২০তম কুমারগ্রাম ব্লক সম্মেলন অনুষ্ঠিত হলো। শুক্রবার কামাখ্যাগুড়িতে একটি বেসরকারি ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলন শুরু হয়। সারা ভারত কৃষক সভার পক্ষে সুখময় রায় জানান, এদিন সম্মেলনে সাংগঠনিক আলোচনার পাশাপাশি কৃষি ও কৃষকদের স্বার্থে বেশ কিছু দাবিতে আন্দোলন গড়ে তোলার প্রস্তাব নেওয়া হয়েছে। এগুলির মধ্যে রয়েছে, সারের কালোবাজারি বন্ধ করে ভর্তুকিতে কৃষকদের সার সরবরাহ করতে হবে, কৃষিজমিতে সেচের ব্যবস্থা করতে হবে, কৃষিপণ্যের সহায়ক মূল্য দিতে হবে, কৃষকদের ফসলের ক্ষতিপূরণ প্রদান প্রভৃতি। এই সম্মেলনে হাজির ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা ও ব্লক নেতানেত্রীরা।

ওয়েব ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

দেরিতে শিক্ষক দিবস উদযাপন, সামাজিক দায়বদ্ধতার পরিচয় গোরা স্যারের ছাত্রছাত্রীদের

Mon Sep 19 , 2022
তাপস মজুমদার, কল্যাণগড়, উত্তর ২৪ পরগনা গোরা নট্ট। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকার কল্যাণগড় বিদ্যামন্দির স্কুলের আংশিক সময়ের শিক্ষক। গোরা স্যার নামে পরিচিত। তাঁর ছাত্রছাত্রীরা একটু দেরিতে হলেও শিক্ষক দিবস উদযাপনে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিল। গত রবিবার দিনভর নানান সামাজিক কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল গোরা […]

You May Like

Breaking News